এই সময়: দিল্লিতে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। এর আগে তাঁকে ১০ বার ডাকা হলেও শারীরিক এবং অন্যান্য কারণে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে পারেননি মলয়। সে কারণে ২৬ জুলাই ফের তাঁকে দিল্লির সদর দপ্তরে আসতে বলা হয়েছে বলে ইডি সূত্রের খবর। একই সঙ্গে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকেও ২৯ জুন তলব করেছেন ইডি আধিকারিকেরা।
কী ভাবে যোগসাজশ করে বেআইনি ভাবে খাদান থেকে কয়লা তুলে টাকা পাচার করা হয়েছে, সে বিষয়ে আরও তথ্য পেতে অভিযুক্তদের তলবের প্রক্রিয়া জারি রেখেছে ইডি। আদালতের নির্দেশ রয়েছে কেন্দ্রীয় এজেন্সি তলব করলে হাজিরা দিতে হবে মলয় ঘটককেও। সম্প্রতি দিল্লিতে তাঁকে তলব করা হলেও মন্ত্রী হাজিরা দেননি বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। যদিও সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছিলেন, তাঁকে তলবই করা হয়নি। কাজেই যাওয়ার প্রশ্ন উঠছে কী ভাবে? ইডি সূত্রের খবর, ২৬ জুলাই তিনি হাজিরা এড়িয়ে গেলে আইনি পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
কী ভাবে যোগসাজশ করে বেআইনি ভাবে খাদান থেকে কয়লা তুলে টাকা পাচার করা হয়েছে, সে বিষয়ে আরও তথ্য পেতে অভিযুক্তদের তলবের প্রক্রিয়া জারি রেখেছে ইডি। আদালতের নির্দেশ রয়েছে কেন্দ্রীয় এজেন্সি তলব করলে হাজিরা দিতে হবে মলয় ঘটককেও। সম্প্রতি দিল্লিতে তাঁকে তলব করা হলেও মন্ত্রী হাজিরা দেননি বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। যদিও সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছিলেন, তাঁকে তলবই করা হয়নি। কাজেই যাওয়ার প্রশ্ন উঠছে কী ভাবে? ইডি সূত্রের খবর, ২৬ জুলাই তিনি হাজিরা এড়িয়ে গেলে আইনি পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে অতিরিক্ত হলফনামা জমা দিয়েছিলেন মলয়। সেখানে এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করে জানিয়েছিলেন, নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারছেন না তিনি। ভোটপর্ব মিটে গেলে মুখোমুখি হতে তাঁর কোনও অসুবিধে নেই। তবে তদন্তের প্রয়োজনে তাঁকে চলতি মাসেই তলব করা হয়েছে।
অন্যদিকে, সিবিআইয়ের হাতে অনুপ মাঝি গ্রেপ্তার হলেও আপাতত জামিনে মুক্ত রয়েছেন। তাঁর সঙ্গে দিল্লিতে বিকাশ মিশ্রকে বসিয়েও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসারেরা। কয়লা মামলায় অনুপ দুর্নীতির কেন্দ্রে রয়েছেন বলে অভিযোগ। তাঁকে সাহায্য করার অভিযোগ রয়েছে পুলিশ-প্রশাসন থেকে শুরু করে ইসিএল, রেলের আধিকারিকদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই চক্রে কয়েকজন রাজনীতিবিদের নামও জড়িয়ে গিয়েছে।