রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গোটা রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করলেও এখনই রাজ্য়ে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রগর্ভ মেঘের দরুন উত্তর এবং দক্ষিণবঙ্গে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ফলে জেলাগুলির তাপমাত্রাও কমবে তিন থেকে চার ডিগ্রি।
চলতি বছর অপেক্ষাকৃত দেরিতে প্রবেশ করেছে বর্ষা। কেরালাতে অন্যান্য় বছর ১ জুন প্রবেশ করে মৌসুমী বায়ু। কিন্তু, সাইক্লোন বিপর্যয়ের জন্য সেক্ষেত্রে বিলম্ব হয়েছে। রাজ্যেও দেরিতে হয়েছে বর্ষার প্রবেশ। জানা যাচ্ছে, জুন মাসে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের ঘাটতি থাকতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহরের তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
চলতি মাসে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়াতে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ৬৭ শতাংশ কম হয়েছে বৃষ্টিপাত। কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব না থাকা এবং বর্ষার বিলম্ব প্রবেশের জন্যই এই চিত্র দেখা গিয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আজ থেকে চিত্রটা বদলাতে শুরু করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে বৃষ্টিপাত। কিন্তু, এখনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম বলে জানা যাচ্ছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। যেহেতু আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল তাই সেখানে গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত চলছে। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতে।