West Bengal Election 2023 : একই পরিবার থেকে শাসক-বিরোধী প্রার্থী! আলিপুরদুয়ারে ২ ভাইয়ের জোর লড়াই – two brothers are standing as bjp and trinamool candidates from block number 2 of alipurduar district election 23


West Bengal Panchayat Polls : রাজনীতির লড়াইয়ে নেমেছেন একই পরিবারের দুই ভাই। পাশাপাশি বাড়ি তাঁদের। একজন BJP, অপরজন তৃণমূলের প্রার্থী। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লক শামুকতলার শক্তিনগর এলাকার বাদল বিশ্বাস এবং সাধন বিশ্বাস দুই ভাই। আর এই দুই ভাই এবার ভোটযুদ্ধে ভিন্ন দলের প্রার্থী। তাদের সঙ্গে কথা বলে জানা গেল তাঁরা ছয় ভাই। সকলেরই বাড়ি পাশাপাশি। কিন্তু রাজনীতি তাঁদেরকে অনেকটাই বিপাকে ফেলে দিয়েছে। বাদল বিশ্বাস তিনি BJP-র প্রার্থী হিসেবে লড়ছেন। যদিও এর আগে তিনি বাম প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হয়েছিলেন। ‌

Panchayat Election 2023 : ২ ফুলে ২ জা! চন্দ্রকোণায় জমে উঠছে নির্বাচনী লড়াই
দীর্ঘদিন যাবত তিনি BJP দলের সঙ্গে জড়িত আছেন। ‌BJP-র নেতৃত্বরা তাঁকে এবার প্রার্থী বানিয়েছেন শক্তিনগরে। তার আত্মবিশ্বাস ভাই তৃণমূলের প্রার্থী হলেও তিনিই জিতবেন। বাদল বাবু বলেন,” লড়াইয়ের কোনও বিষয় নেই। সাধারন মানুষ আমাকে ভালবাসেন তাই আমার জয় নিশ্চিত।
তবে যেটাই হোক, রাজনীতির বিষয়টি পরিবারের সম্পর্কে প্রভাব ফেলবে না”। এমনটাই ভাবছেন বাদল বিশ্বাস। অন্যদিকে বাদল বিশ্বাসের ছোট ভাই সাধন বিশ্বাস তিনি এবার শাসকদলের প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “ছয় ভাইয়ের মধ্য বাকি চার ভাই এবং পরিবারের সকলেই আমাকেই ভোট দেবেন।

West Bengal Panchayat Election : বড় ভাই BJP, ছোট ভাই তৃণমূলের প্রার্থী! নজরকাড়া লড়াই এবার কৃষ্ণগঞ্জে
গোটা রাজ্যে শাসক দল একক ভাবে বিরাজ করছে। প্রচুর উন্নয়ন হয়েছে শামুকতলার শক্তিনগরে। ফলে সাধারণ মানুষ এবার আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তবে আমিও এটি মানি যে রাজনীতির বিষয় পরিবারের মধ্যে ঢোকা উচিৎ নয়”। তিনিও আশাবাদী ‌BJP-র প্রার্থী তাঁর দাদা বাদল বিশ্বাস এবার পরাজিত হবেন। জয়ের মালা তিনিই পড়বেন নিজের দাদার সামনে। ‌উল্লেখ্য শক্তিনগরে গত পঞ্চায়েত ভোটে ‌BJP-র প্রার্থী হয়ে অমিত ভট্টাচার্য জয়ী হয়েছিলেন। যদিও কিছুদিন পরেই তিনি তৃণমূলে যোগদান করেছিলেন।

Panchayat Election 2023 : ঘরে খাতির বাইরে লড়াই! রায়দিঘিতে BJP শ্বশুর এবং তৃণমূল জামাইয়ে জোর টক্কর
গত দু’বছর আগে পঞ্চায়েত পদ থেকে ইস্তফা দিয়ে রুজি রোজগারের আশায় বাবা মায়ের মুখে দু’বেলা অন্ন যোগান দেওয়ার জন্য বিদেশে চলে যান। ফলে অমিত ভট্টাচার্যের ইতিহাসও বুথের মানুষেরা ভুলতে পারেননি এখনও। দুই ভাইয়ের লড়াইয়ের মাঝখানে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছেন বাম কংগ্রেসের জোট প্রার্থী। শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবেন শক্তিনগরে ?দাদা না ভাই ? ‌BJP নাকি তৃণমূল? জোট প্রার্থী তুরুপের তাস হয়ে কাজ করবেন না তো? সময়ই বোঝাবে শক্তিনগরের মানুষ কাকে পঞ্চায়েত সদস্য হিসেবে চাইছেন।‌ অপেক্ষা আর কিছুদিনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *