এবার এসেছে আষাঢ়! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, মৎস্যজীবীদের সতর্কবার্তা…Bengal Weather Update forecast of heavy rain with hailstorm all over bengal


সন্দীপ প্রামাণিক: বিক্ষিপ্ত বৃষ্টি এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কথা আগেই বলা হয়েছিল। বলা হয়েছিল, এর জেরে আগামী দু-তিন দিনে তাপমাত্রাও কিছুটা নামতে পারে। সর্বশেষ আপডেটে জানা যাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 

রবিবার সকালে আবহাওয়ার যে-পূর্বাভাস পাওয়া গিয়েছিল, সেখানে বলা হয়েছিল আগামী ২৪ ঘণ্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা নামতে পারে। রবিবার বিকেলের যে আবহাওয়া-পূর্বাভাস পাওয়া গিয়েছে, সেখানে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। আবহাওয়া বিজ্ঞানী অনুপকুমার পাল জানান, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

আরও পড়ুন: Bengal Weather Today: উপকূলের জেলায় দুই এক পশলা ভারী বৃষ্টি, এরপরেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

মহারাষ্ট্র, কর্নাটক, তেলেঙ্গানা, ছত্তীসগঢ়ে বর্ষা  পৌঁছে গিয়েছিল শনিবার ২৪ জুনই। মধ্যপ্রশদে, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা জম্মু-কাশ্মীর ও লাদাখেও পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী দু’দিনের মধ্যে মুম্বই, দিল্ল- সহ মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং পঞ্জাবে প্রবেশ করবে মৌসুমি বায়ু। বলা হয়েছিল, আজ রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। ওড়িশা ও পশ্চিমবাংলার উপকূলের এই নিম্নচাপের অভিমুখ অবশ্য ওড়িশা উপকূলই। সতর্কবার্তায় রবিবার ও সোমবার মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে।

আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েতে নির্দল প্রার্থী! জেলায় জেলায় বহিষ্কৃত তৃণমূল নেতা-কর্মীরা

তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। মঙ্গল-বুধবার নাগাদ বৃষ্টি ফের বাড়তে পারে সেখানে। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে কিছুটা বেশি বৃষ্টি হবে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি হওয়ায় পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই তিস্তা তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *