Debjani Mukherjee Saradha Scam : ৬ ঘণ্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী, ছুটলেন অসুস্থ মাকে দেখতে


Saradha Scam : দীর্ঘ প্রায় দশ বছর পর জেল থেকে বাড়ি যাওয়ার অনুমতি পেলেন সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। রবিবার মাত্র ৬ ঘণ্টার জন্য বাড়ি যাওয়ার অনুমতি পান তিনি। আদালতের নির্দেশে তাকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। জানা গিয়েছে, প্যারোলে অসুস্থ মাকে দেখতে ছাড়া পান তিনি।

CV Ananda Bose : কমিশনের তরফেই বৈঠকের প্রস্তাব এসেছে, রাজীব সিনহার সঙ্গে সাক্ষাতের আগে জানালেন রাজ্যপাল
সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের ২০১৩ সালে গ্রেফতার হয়েছিলেন। সারদা চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ায় তার। সারদা সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনের অন্যতম সহযোগী ছিলেন দেবযানী মুখোপাধ্যায়। চিটফান্ডের ঘটনা সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এরপরেই গ্রেফতার করা হয় তাকে।

WB Panchayat Election 2023 : বিজেপির মিছিলে বাজছে অভিষেকের &amp#39;নবজোয়ার&amp#39; গান! ভিডিয়ো শেয়ার করে খোঁচা কুণালের
কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে। সেই সময় থেকে জেল হেফাজতে হয়ে রয়েছেন দেবযানী। তবে জানা গিয়েছে, বাড়িতে তাঁর অসুস্থ অবস্থায় রয়েছেন। নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে। তাই প্যারোলে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত।

West Bengal Election 2023 : বাম-কংগ্রেস মোটেই নয় তৃণমূল বিরোধী: বিজেপি
আদালতের নির্দেশ মত, এদিন জেল থেকে বেরিয়ে নিজের ঢাকুরিয়ার বাড়িতে যান দেবযানী। নিজের পরিজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। তবে তাকে ৬ ঘণ্টার জন্য প্যারোলে ছাড়া হয়েছিল। তাকে কড়া পুলিশি প্রহরায় নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিজের পরিজনদের সঙ্গে দেখা করে তাকে ফের জেল হেফাজতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমানে দেবযানী দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। সারদা সংস্থার তদানীন্তন ডিরেক্টর দেবযানী জেল হেফাজতে থাকাকালীন প্যারোলে এদিন বাড়ি যাওয়ার অনুমতি পান।

LIVE: উত্তর দমদম সহ রাজ্য়ের ১৪টি পুরসভায় সিবিআই হানা

দেবযানীর আইনজীবী এদিন আদালতে জানান, তার মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। শরীর অসুস্থ রয়েছে তাঁর। এমত অবস্থায় তাঁর মেয়েকে যেন কিছুক্ষণের জন্য প্যারোলে ছাড়া হয়। দেবযানীর আবেদন মঞ্জুর করে আদালত। এরপরেই ৬ ঘণ্টার জন্য ছাড়া হয় তাকে।
২০১২ সালের পর থেকে রাজ্য জুড়ে হৈ হৈ পড়ে যায় সারদা চিটফান্ড কাণ্ড নিয়ে। মানি লন্ডারিং ফান্ডের নামে বহু সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নয়ছয় করার অভিযোগ ওঠে ওই কোম্পানির বিরুদ্ধে। প্রাথমিক ভাবে রাজ্য পুলিশ ওই ঘটনার তদন্ত করলেও পরেও এই ঘটনার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত এই মামলার তদন্ত চলছে। কোম্পানির অন্যতম ডিরেক্টর হিসেবে গ্রেফতার হন দেবযানী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *