Governor Meet Election Commissioner : রাজভবনে মুখোমুখি রাজ্যপাল-রাজ্য নির্বাচন কমিশনার, সংঘাতের আবহে দ্বিপাক্ষিক বৈঠক – governor cv anand bose and state election commissioner rajeev sinha are going to meet in rajbhavan


এই সময়: পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে সংঘাতের আবহ এখনও পুরোপুরি কাটেনি। তারই মধ্যে এবার মুখোমুখি হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আজ, রবিবার বিকেলে রাজ্যপাল ফের রাজভবনে ডেকে পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে।

এর আগে দুবার ডাকলেও রাজীব দেখা করেননি বোসের সঙ্গে। তা নিয়ে সংঘাত চরমে ওঠে। কমিশনারের বিরুদ্ধে তোপ দেগে তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল। সেই প্রেক্ষিতেই আজকের এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Rajiva Sinha State Election Commission: ‘আপনি কি পদত্যাগ করবেন?’ উত্তরে মুখ খুললেন রাজীব সিনহা
এদিকে, হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রাখার পর পঞ্চায়েত ভোট করার জন্য মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। কিন্তু পুরো বাহিনী কবে আসবে, সেই নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। শনিবার কেন্দ্রীয় বাহিনীর কো অর্ডিনেটর ও আধিকারিকেরা গিয়েছিলেন কমিশনের অফিসে।

WB Panchayat Election : আদালতের ধাক্কায় ফিরল হুঁশ! ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি কমিশনের
তাঁদের মধ্যে এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে পুরোপুরি না হলেও বেশ কিছু জেলায় ইতিমধ্যে বাহিনী পৌঁছে গিয়েছে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় প্রশ্ন করা হলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, “আমরা এখনও ওদের (কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের) জবাব পাইনি। অনেক সময় জবাব আসতে রাত হয়। আজ রাত পর্যন্ত দেখব। কাল আমরা অ্যাকশন নেব।”

Calcutta High Court : CBI তদন্ত নয়! পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ
তবে কী অ্যাকশন তা স্পষ্ট করেননি তিনি। এদিনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনার সময়ে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয় কমিশনের কাছে। বাহিনী এলেও কোথায় তাঁদের রাখা হবে, কোথায় মোতায়েন করা হবে- এ ব্যাপারে কমিশন এখনও কিছুই জানায়নি বলে সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *