কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার নওশাদ সিদ্দিকির বাড়ি পৌঁছন CISF-এর সাত জওয়ান। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভাঙড়ের বিধায়ক নিজে। তবে কোন ক্যাটাগরির নিরাপত্তা তা তিনি নিশ্চিত জানেন না বলে জানিয়েছেন।
মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বোমাবাজি, গুলিগোলায় ঝরে রক্তও। মনোনয়ন পর্বে সবথেকে বেশি বলি ভাঙড়েই। বারবার হুমকি পেয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কিক ভাঙড়ের বিধায়র নওশাদ সিদ্দিকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়কের আবেদন খতিয়ে দেখে তাঁকে অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই মতোই এইদিন কেন্দ্রীয় নিরাপত্তা পৌঁছয় তাঁর বাড়ি। ইতিমধ্যেই ভাঙড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শুরু করেছে রুট মার্চও।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…