Panchayat Election 2023 : ‘প্রতি বুথে বাহিনীর নিরাপত্তা ছাড়া ভোটে ডিউটি নয়’, সাফ কথা সংগ্রামী যৌথ মঞ্চর – sangrami joutha mancha rally at howrah sealdah demanded central force at every booth in panchayat election 2023


পঞ্চায়েতে ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। ভোট করতে হবে ৫ দফায়। এই দাবিতে আজ কলকাতার রাস্তায় মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। হাওড়া ও শিয়ালদা থেকে মহামিছিল বের করে সংগ্রামী যৌথ মঞ্চ। পর্যাপ্ত নিরাপত্তা না দিলে ডিসিআরসি কেন্দ্র থেকে তাঁরা বাড়ি ফিরে যাবেন, বুথে আর যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের সদস্যরা।

Panchayat Election 2023 : প্রশিক্ষণ শুরুর দিনই ভোট কর্মীদের বিক্ষোভে উত্তাল বর্ধমান, কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি
ডিএ সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরেই অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই অবস্থান আজ ১৫০ দিনে পা দিল। আর সেই দিনেই পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার দাবিতে পথে নামলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তাঁদের সাফ কথা, যেহেতু এক দফায় ভোট হচ্ছে, তাই প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। নয়তো ভোট করতে হবে ৫ দফায়। এমনকী ৮২২ কোম্পানি বাহিনী দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব কি না সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

Panchayat Election : সুপ্রিমে রাজ্যের অস্ত্র শীতলখুচি, গোটা রাজ্যকে স্পর্শকাতর চিহ্নিত করার যুক্তি নিয়ে প্রশ্ন
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই রাজ্যজুড়ে হিংসার সাক্ষী থেকেছেন মানুষ। রাজনৈতিক সংঘর্ষে রাজ্যে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। বিরোধীদের অভিযোগ, তাঁদের মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই রকম এক পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না করলে ভোটের ডিউটিতে যেতে আগেই অস্বীকার করেছিলেন ডিএ আন্দোলনকারীরা। এবার ভোটের মুখে এবার ফের একবার সেই দাবি তুলে রাস্তায় নামলেন তাঁরা।

Panchayat Election 2023: নিরাপত্তা নিয়ে আশঙ্কা! ফাঁস হচ্ছে DA আন্দোলনে যুক্ত সরকারী কর্মীদের তথ্য, মামলা হাইকোর্টে
এদিকে ডিএ-র দাবিতে আন্দোলনও এদিন দেড়শ দিনে পড়ল। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে বড় কোনও ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। এরই মধ্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের ডিউটিতে যেতেই হবে। অথচ রাজ্যের যা পরিস্থিতি তাতে ভোটের ডিউটিতে যেতে ভয় পাচ্ছেন আন্দোলনকারীরা। একথা সরাসরি জানাচ্ছেন তাঁরা। আর সেই কারণেই প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান হচ্ছে। সেই দাবিকে সামনে রেখেই এদিনের এই মহামিছিল।

Dilip Ghosh : তৃণমূলকে হারাতে প্রয়োজনে সমস্ত বিরোধী শক্তি একজোটে লড়াবে: দিলীপ
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টালবাহানা দেখা দেয়। আদালতের নির্দেশ ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করা হবে। সেই নির্দেশের পর রাজ্য নির্বাচন কমিশন মাত্র ২২ কোম্পানি বাহিনী চায়। যার প্রক্ষিতে পালটা মামলা হয়। প্রশ্ন ওঠে সত্তর হাজারের মতো বুথে মাত্র ২২ কোম্পানি বাহিনী দিয়ে কী ভাবে নিরাপত্তা নিশ্চিত করা যাবে? তারপরেই কলকাতা হাইকোর্ট রায় দেয়, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে। বাহিনীর সংখ্য়া হতে হবে ২০১৩ সালের চেয়ে বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *