সলমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’র সঙ্গে অ্যাভেঞ্জারসের যোগ?| Salman Khan and Katrina Kaif Starrer Tiger 3 Have Huge Connection With Marvels Avengers


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘টাইগার জিন্দা হ্যায়’র ৬ বছর পর ফের সলমান-ক্যাটরিনার হাত ধরে ফিরছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি টাইগার থ্রি (Tiger3)। ছবিতে সলমান-ক্যাটরিনার সঙ্গে রয়েছেন ইমরান হাশমি। শুধু সলমান (Salman Khan,)-ক্যাটরিনা,( Katrina Kaif), ইমরান হাশমি(Emraan Hashmi) নয় ক্যামিও রোলে নজর কাড়বেন পাঠান শাহরুখ খানও(Shahrukh Khan)। তবে এখানেই চমকের শেষ নয়, এই ছবির সঙ্গে যোগ রয়েছে অ্যাভেঞ্জারসেরও। জেনে নিন কীভাবে?

শাহরুখ খান অভিনীত পাঠানের অসাধারন সাফ্যলের পর যশ রাজ ফিল্মসের নতুন অ্যাকশন ছবি টাইগার-থ্রি। টাইগার জিন্দা হ্যায় ছবির ৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ইন্ডিয়ান স্পাই টাইগার এবং আইএসআই এজেন্ট জোয়াকে। যে চরিত্রে অভিনয় করবেন সলমান-ক্যাটরিনা। অন্যদিকে এক ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ক্যামিও রোলে নজর কাড়বেন ‘পাঠান’ শাহরুখ খানও। দীর্ঘ প্রতীক্ষার পর দিওয়ালিতে বড়পর্দায় মুক্তি পাবে মণীশ শর্মা পরিচালিত ধুন্ধুমার অ্যাকশন ছবি টাইগার থ্রি’। সলমান,ক্যাটরিনা থেকে ইমরান হাসমি কিংবা শাহরুখ খান,ছবিতে থাকছে সব তারকার ধুন্ধুমার অ্যাকশন। জানেন কি টাইগার-থ্রি’র অ্যাকশন কো-অর্ডিনেশনের দায়িত্বে কে থাকছেন?  মানুষটির নাম ক্রিস বার্নেশ। এর আগে ২০১৯ সালে অ্যাভেঞ্জার’স এন্ড গেমের কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলেছেন ক্রিস বার্নেশ। 

আরও পড়ুন- 29th Kolkata International Film Festival: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার্ঘ মৃণাল সেন ও দেব আনন্দকে…

এছারাও ডক্টর স্ট্রেঞ্জ,স্পাইডার ম্যান-ফার ফ্রম হোম,অ্যাভেঞ্জার্স-ইনফিনিটি ওয়ার সহ আই এম লেজেন্ড কিংবা জোকার-এর মতো আন্তর্জাতিক খ্যাত ছবির স্টান্ট দৃশ্যগুলি ক্রিস বার্নেশের তত্বাবধানেই হয়েছে। টাইগার থ্রি-র বাজেট প্রায় ৫০০কোটির মতো। ছবির সিংহভাগ খরচই অ্যাকশন দৃশ্যের জন্যই ব্যয় করেছেন পরিচালক মণীশ শর্মা। অ্যাকশনের পাশাপাশি দর্শকের নজর কাড়বে ছবির অসাধারণ ভিএফএক্স। ছবিটি এই দিওয়ালিতে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবিটি মোট দুটি ভাষায় মুক্তি পাবে- হিন্দি এবং তেলুগুতে। ছবিতে ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে বলিউড বাদশা এবং ভাইজানকে। 

আরও পড়ুন-Swastika Mukhejee | Srijit Mukherji: ‘যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমারও একটা চাই’, প্রকাশ্যেই সৃজিতের কাছে আবদার স্বস্তিকার…

বর্তমানে সলমান খান ব্যস্ত রয়েছেন ‘বিগ বস ওটিটি’র সঞ্চালনায়,যেটি এখন জিও সিনেমায় স্ট্রিমিং হচ্ছে। ২০১০ থেকে এখনও সলমান খান ‘বিগ বস’ সঞ্চালনা করে চলেছেন। তাঁর পরিচালিত এই শো বর্তমানে দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছে। তবে বিগ বস ওটিটির প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন করণ জোহর। এবছর তাঁকে সরিয়ে টেলিভিশনের পাশাপাশি ওটিটিরও দায়িত্ব বর্তেছে ভাইজানের কাঁধে। এখনও অবধি বাড়ির সদস্যদের একাহাতে ভালোই সামলাচ্ছেন সলমান খান। এখন বড়পর্দায় তাঁর অপেক্ষায় দিন গুনছে ফ্যানেরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *