Adhir Ranjan Chowdhury : বিরোধিতায় অনড় অধীর, ববির তোপ ‘গব্বর সিং’ – the decision of the opposition meeting in patna has nothing to do with west bengal politics said adhir ranjan chowdhury


এই সময়: পটনার বৈঠকে রাহুল গান্ধী অবিজেপি দলগুলির মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানালেও বাংলায় উল্টো পথে হাঁটছেন অধীর চৌধুরী। এ রাজ্যে কংগ্রেস বামেদের সঙ্গে নিয়ে কট্টর তৃণমূল বিরোধিতার লাইনেই হাঁটবে বলে ফের ঘোষণা করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতা। রবিবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে অধীর বুঝিয়ে দিয়েছেন, পাটনায় বিরোধী বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনও সম্পর্ক নেই। পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতিকে তুলোধোনা করেছেন তৃণমূল নেতৃত্বও।

Opposition Meet Patna : রাজ্যে কী অঙ্ক, ঐক্য নিয়ে জারি ধোঁয়াশাও
শুক্রবার পাটনায় বিরোধী দলগুলির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে তৃণমূলের তরফে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মুর্শিদাবাদে পঞ্চায়েতের প্রচারে গিয়ে সেই ফিরহাদ অধীরের বিরুদ্ধে বিজেপির হয়ে দালালি করার অভিযোগ করেছেন। সদ্য দলবদল করা বিধায়ক বায়রন বিশ্বাসকে পাশে নিয়ে সাগরদিঘিতে ফিরহাদ বলেন, ‘দেশের গব্বর সিংহকে শেষ করার আগে মুর্শিদাবাদের গব্বর সিংহকে হটাতে হবে। নির্লজ্জ অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। বিজেপির দালালি তো করছেই। অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম মিলে বাংলাকে বিজেপির হাতে সমর্পণ করতে চাইছে। বিজেপির হাত শক্ত করছে কংগ্রেস ও সিপিএমই।’

Opposition Meet In Patna : ‘জোট বেঁধে BJP-কে তাড়াব!’ নীতীশের বাড়িতে রাহুল-মমতা, পৌঁছলেন ইয়েচুরিও
প্রেস ক্লাবের অনুষ্ঠান থেকে অধীর নিজস্ব ঢঙে এ দিনও তৃণমূলকে নিশানা করেছেন। কিন্তু পাটনায় যেখানে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলগুলির ঐক্যকে মজবুত করতে চাইছেন, যে বৈঠকে তৃণমূল নেত্রী নিজে উপস্থিত ছিলেন, সেখানে পশ্চিমবঙ্গে কংগ্রেসের এই অবস্থান কেন?

Mamata Banerjee : পাটনার মেগা বৈঠকের আগে বিষ্যুদে লালুর সঙ্গে সাক্ষাৎ মমতার, সঙ্গী অভিষেক
অধীরের সাফ কথা, ‘পাটনায় নীতীশ কুমার আমন্ত্রণ করেছিলেন। সেখানে কংগ্রেস নেতৃত্ব গিয়েছিলেন। কিন্তু পাটনার কথা পাটনায় হয়েছে, এটা পশ্চিমবঙ্গ। এখানে তৃণমূলের তানাশাহির বিরুদ্ধে লড়াই বন্ধ হবে না। বামফ্রন্টের সঙ্গে জোট করেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে।’ তাঁর সংযোজন, ‘দিল্লিতে সংসদের ভিতরে অথবা বাইরেও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও দোস্তি রয়েছে বলে আমার জানা নেই। সংসদে কোনও ইস্যুতে তৃণমূলের সঙ্গে আলোচনা করা মানে তাঁদের সঙ্গে দোস্তি রয়েছে–এমনটা নয়।’

অধীরের এই আগ মার্কা তৃণমূল বিরোধিতা নিয়েই তাঁকে বিঁধেছেন ফিরহাদ। তিনি বলেন, ‘পাটনায় বিরোধী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ায় অধীর চৌধুরী এই বৈঠকের বিরোধিতা করছে। তোমার এত জ্বালা কেন? বিরোধী দলনেতার (শুভেন্দু অধিকারী) সঙ্গে ওঁর কী কথা হয়, কী লেনদেন হয়–সরকারে থাকার সূত্রে আমরাও জানতে পারি।

WB Panchayat Election : ‘বাংলায় কুস্তি, পাটনায় দোস্তি’, বিহারে তৃণমূল-কংগ্রেস সহাবস্থানকে কটাক্ষ লকেটের
মুর্শিদাবাদের ডনের লোকসভা এলাকায় বিজেপি বিধানসভা জেতে কী করে?’ ফিরহাদের তোপের মুখে অধীর বলেন, ‘কবে সিবিআই ডাকবে, তার জন্য হাকিম অপেক্ষা করে রয়েছে। হাকিমের ডাক্তারি শেষ হতে চলেছে। ২০১১ সালে রাজ্যে আরএসএসের সাড়ে তিনশো শাখা ছিল। কিন্ত হাকিমদের সৌজন্যেই এখন সেই শাখা চার হাজার হয়েছে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর খোকাবাবুকে ইডির জিজ্ঞসাবাদের পর থেকে কেন কংগ্রেসের বিরোধিতা শুরু করেছিল তৃণমূল? কারা দালালি করে আমরা জানি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *