Bhangar News : আবারও খুন ভাঙড়ে! মদের আসরে প্রতিমা শিল্পীর গলা কাটল বন্ধু


নির্বাচনের আবহে আবার খুন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এবার খুন এক প্রতিমা শিল্পী। নিহত প্রতিমা শিল্পীর নাম অজয় পাল। ঘটনায় অভিযোগের তির রাজু শেখ নামে তাঁর এক বন্ধুর দিকে। যদিও অভিযুক্ত পলাতক বলেই জানা যাচ্ছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানালেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান।

Calcutta High Court Nawsad Siddiqui : নওশাদকে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা! ‘বড়’ নির্দেশ বিচারপতি মান্থার
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ভাঙড়ের গড়ানবেরিয়া এলাকায় বন্ধু রাজু শেখের সঙ্গে মদের আসরে বসেন অজয় পাল। সেই সময়ই কোনও কারণে বিবাদ শুরু হয় উভয়ের মধ্যে। অভিযোগ, এরপরেই ধারাল অস্ত্র দিয়ে অজয় পালের কলা কেটে দেয় রাজু শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও তার আগেই সেখান থেকে চম্পদ দেয় অভিযুক্ত রাজু শেখ।

স্থানীয় সূত্রে খবর, অজয় ও রাজু একই এলাকার বাসিন্দা। প্রায়শই উভয়কে একসঙ্গে মদের আসরে দেখা যেত। তেমনই এদিনও একসঙ্গে মদ খাওয়া শুরু করে দুই বন্ধু। আর সেখানেই ঘটে যায় এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছ গোটা ভাঙড়জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি।

WB Panchayat Election : আরাবুলের বিরুদ্ধে খুনের মামলা রুজু! অভিযোগ দায়ের মৃত মইনুদ্দিনের বাবার
পঞ্চায়েত ঘিরে রক্তক্ষয়
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বারেবারে রক্তপাতের সাক্ষী থেকেছে ভাঙড়। মৃত্যু হয়েছে দুই তৃণমূল ও এক আইএসএফ কর্মীর। এক্ষেত্রে ISF কর্মীর মৃত্যুতে দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। আরাবুল ও তাঁর পুত্র হাকিমুল-সহ মোট ২০ জনের বিরুদ্ধে খুনের মামলায় রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। নিহত আইএসএফ কর্মীর বাবার অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ।

Panchayat Election 2023 : ভাঙড়ে ভোটের আগে বোমা আসে! এবার বদল চাইছেন শওকত-নওশাদ
অন্যদিকে আবার এলাকার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকর বিরুদ্ধেও দায়ের হয়েছে খুনের মামলা। নওসাদের বিরুদ্ধে তৃণমূল কর্মীর খুনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। যদিও এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসাই লুকিয়ে রয়েছে বলে মনে করছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এক্ষেত্রে আইনি লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আবার ইতিমধ্যেই ভাঙড়ে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চ। মূলত ভোটারদের আশ্বস্ত করতেই বাহিনীর এই রুটমার্চ বলে প্রশাসনিক সূত্রে খবর। যদিও তারপরেও ভোটাররা কতটা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন, তা অবশ্য বোঝা যাবে নির্বাচনের দিনই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *