Dacoity at Purba Medinipur : দিনেদুপুরে সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতি, পিস্তল দেখিয়ে লুঠ কয়েক লাখ টাকা


দিনে দুপুরে ভয়াবহ ডাকাতি সমবায় সমিতিতে। পিস্তল দেখিয়ে কয়েক লাখ টাকা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে উত্তর বাঁধিয়া সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতি। সোমবার দুপুর দেড়টা নাগাদ সশস্ত্র আগ্নেয়াস্ত্র বোমা পিস্তল নিয়ে ডাকাতি সময়করল ৬ থেকে ৭ জন ডাকাত। দুপুর ১ টা নাগাদ যখন সমবায় সমিতিতে মহিলাদের স্বয়ংবর গোষ্ঠী মহিলাদের লোন দেওয়া হচ্ছিল তখনই বেশ কয়েকজন পিস্তল নিয়ে ঢুকে পড়ে ক্যাশ কাউন্টারে।

Suvendu Adhikari : &amp#39;২০০৭ সালে কী দেখেছিলেন, তার থেকেও বেশি কিছু…&amp#39;, পুলিশকে দুষে আক্রমণ শুভেন্দুর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে ম্যানেজারকে হাত উপরের দিকে করতে বলে দুষ্কৃতীরা। তারপরে সমিতিতে লুটপাট চালায়। এমনকি যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে যায়। সেখানে একটি বোমাও রেখে দিয়ে যায় সমিতির ভিতরে। নিমেষের মধ্যে ডাকাতি করে পালায় দুষ্কৃতীরা। গোটা আতঙ্ক ছড়িয়ে পড়ে সমবায় সমিতিতে উপস্থিত সকলের মধ্যে।

Panchayat Election : &amp#39;২০০০ টাকা দেওয়ার কথা, ২০০ দিয়েছে&amp#39;! বোমা বাঁধতে গিয়ে ধরা পড়ে স্বীকারোক্তি দুষ্কৃতীদের
ঘটনার পরেই পুরো বিষয়টি জানানো হয় থানায়। ঘটনাস্থলে রয়েছে রামনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে বেশ কয়েক লাখ টাকা ডাকাতি হয়েছে বলে জানা গিয়েছে। সমিতির কর্মকর্তাদের অফিসের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের ধরার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। আশেপাশের কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা সে ব্যাপারে তল্লাশি শুরু করেছে পুলিশ।

West Bengal Panchayat Election: টানা ৪৫ বছর ধরে পঞ্চায়েত সদস্য, ৭৩-এও ভোট প্রার্থী শিক্ষকের লক্ষ্য এবার রেকর্ড
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পাঁচ ছয়জন বাইক নিয়ে আসে। প্রত্যেকের মাথাতেই হেলমেট পরা ছিল। প্রত্যেকেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সমবায় সমিতির উপর। এরপরেই ম্যানেজারের মাথায় পিস্তল ঠেকিয়ে ক্যাশ কাউন্টারের কাছে নিয়ে যায়। এক কর্মী বলেন, “আমার পিঠে ভোজালি ঠেকিয়ে ওরা টাকা পয়সা লুঠ করে নিয়ে যায়।” এমনকি সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে খুলে নিয়ে যায় বলেন জানান সমবায় সমিতির কর্মচারীরা।

Purba Medinipur: ‘মানুষ সচেতন হলেই বাঁচবে পরিবেশ’

গোটা ঘটনায় সমবায় সমিতি চত্বর জুড়ে হইচই পড়ে যায়। সকলের চোখের সামনে দিয়ে এরকম দুঃসাহসিক ঘটনায় সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় যুক্তদের দ্রুত ধরার ব্যাপারে পুলিশের কাছে আর্জি জানান হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদলের মধ্যে এক বা একাধিক ব্যক্তি সমবায় সমিতিতে আগে এসেছিল এবং পুরো ডাকাতির পরিকল্পনা করেছিল বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *