Darjeeling Toy Train : পর্যটকদের জন্য দুঃসংবাদ! এক মাসের জন্য বন্ধ থাকছে টয় ট্রেন


Darjeeling Toy Train : পর্যটকদের জন্য দুঃসংবাদ! এক মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ ট্রয় ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। বর্ষার সময় পর্যটক কম থাকায় আপাতত ট্রয় ট্রেন গোটা জুলাই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

Darjeeling Weather : দার্জিলিঙে হঠাৎ হাওয়া বদল! ভেস্তে যেতে পারে ঘুরতে যাওয়ার প্ল্যান?
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীর অভাবে একমাস বন্ধ থাকবে টয় ট্রেন। রবিবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। তাদের তরফে জানানো হয়েছে, ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এনজেপি-দার্জিলিং এবং ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দার্জিলিং-এনজেপি টয় ট্রেন বন্ধ থাকবে। এই সময়টা পর্যটকরা দার্জিলিং ভ্রমণে গেয়ে গেল ট্রয় ট্রেন চড়ার আনন্দ থেকে বঞ্চিত থাকবেন।

Darjeeling Panchayat Election : ২৩ বছর পর নির্বাচন! পঞ্চায়েতের পর দিন বদলাবে? আশায় কার্শিয়াংয়ের সুকনা গ্রামবাসী
রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের আধিকারিকরা জানান, বর্ষার মরশুমে পাহাড়ে পর্যটক কম যাচ্ছেন। টয় ট্রেনের যাত্রীও কমেছে। ট্রেনের যাত্রী কম থাকার কারণেই এই এক মাস টয় ট্রেন বন্ধ রাখার কথা ভাবা হয়েছে। বর্ষার মরশুম শেষ হলে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করলে পুনরায় টয় ট্রেন পরিষেবা চালু করা হবে।

Darjeeling Tour : দার্জিলিঙের শ্বাসকষ্ট! &amp#39;পাহাড়ের রানি&amp#39; নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
প্রসঙ্গত, বছরের শুরুতে জানুয়ারি মাসে আবহওয়া খারাপ থাকার জন্য দার্জিলিঙে টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, এক মাসের জন্য রেল পরিষেবা বন্ধ থাকার কথা। শীত পর্যটকদের ভিড় রয়েছে দার্জিলিঙে। তার মধ্যেও এই পরিস্থিতিতে টয় ট্রেন বন্ধে হতাশ পর্যটকরা। বর্ষাকালে ফের একবার টয় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

ভিস্তাডোমে বসে পাহাড় দর্শন সঙ্গে রেস্তোরাঁর খানা

প্রসঙ্গত, পর্যটকদের কাছে সবথেকে আকর্যণীয় হল টয় ট্রেনের ‘জয় রাইড’। টয় ট্রেনের সব চেয়ে বেশি আয় হয় এই ‘জয় রাইড’ থেকে। তবে বর্ষার মরশুমে পাহাড়ে পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে যায়। যে কারণে টয় ট্রেনের যাত্রী সংখ্যা কম হওয়ায় রেলের তরফে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, টয় ট্রেন হল ২ ফুট (610 মিমি) গেজ রেলপথ যা রাজ্যের নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে চলাচল করে। 1879 থেকে 1881 এর মধ্যে নির্মিত এটি। প্রায় 88 কিমি (55 মাইল) দীর্ঘ এই সুদৃশ্য রেলপথ। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এটি। নিউ জলপাইগুড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার (328 ফুট) থেকে দার্জিলিংয়ে প্রায় 2,200 মিটার (7,218 ফুট) উপরে যাতায়াত করে এই ট্রেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *