Kolkata Rain : সপ্তাহের শুরুতেই ঝেঁপে বৃষ্টি, কলকাতার আবহাওয়ায় ‘বড়’ বদল! কী জানাল হাওয়া অফিস? – weather update light to moderate rainfall in all districts says imd kolkata


কয়েকদিনের গরম থেকে সাময়িক রেহাই দিয়ে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু বর্ষার প্রবেশের পরও এখনও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির দেখা নেই। কখনও কখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিলেও ভ্যাপসা গরমে মাঝেমধ্যে নাকাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। রবিরার শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সোমবার কেমন থাকবে আবহাওয়া জেনে নেওয়া যাক।

সোমবার কেমন থাকবে আবহাওয়া?

সকাল থেকে আকাশের মুখ ভার। মেঘলা আকাশের সঙ্গে কয়েক পসলা বৃষ্টিও হয়েছে জেলায় জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবারও আবহাওয়া পরিস্থিতিতে খুব একটা বদলের সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

West Bengal Rain : কলকাতা সহ জেলায় জেলায় রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস! রাজ্যে হাওয়া বদল কবে?
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আলিপুরের আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে সংশ্লিষ্ট জেলাগুলির তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সম্প্রতি উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather : রথের দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতা সহ কোন কোন জেলায়
কলকাতা আবহাওয়া

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুরেরর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারাদিনই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Rain In Kolkata : সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি, বজ্রাঘাত নিয়ে সতর্ক করল হাওয়া অফিস
ঝেঁপে বৃষ্টি না হওয়ায় শহরবাসীর অনেকেরই মন খারাপ। উল্টোডাঙায় বাসের জন্য অপেক্ষারত তথ্য প্রযুক্তি কর্মী অর্পণ মুখোপাধ্যায় বলেন, ‘কয়েকদিনের যা গরম গেল, ভেবে ছিলাম এবার ঝেঁপে বৃষ্টি হবে। কিন্তু এখনও সেইভাবে বৃষ্টির দেখা পাওয়া গেল না। তাপমাত্রা কমলেও অস্বস্তি রয়েছেই। কবে এখন বরুণদেব সহায় হন এটাই দেখার। এই গরম সহ্য করার পর কিছুদিনের স্বস্তি দরকার অবশ্যই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *