Kurmi Protest : জামিন পেলেন কুড়মি নেতা অনুপ মাহাতো, বাকি ১০ জনের জেলে হেফাজতে – kurmi leader anup mahato got bail in attack on abhishek banerjee convoy case


West Bengal News : নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের মামলায় জামিন পেলেন কুড়মি নেতারা। জামিনে মুক্ত হলেও আপাতত অনুপ মাহাতো ছাড়া সবাইকে জেল হেফাজতে থাকতে হচ্ছে। কুড়মি নেতা অনুপ মাহাতো বাদে রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো সহ গ্রেফতার হওয়া মোট ১০ জন কুড়মি নেতা ও আন্দোলনকারীর নামে একাধিক থানার মামলা থাকায় তাঁরা আপাতত জেলে হেফাজতে থাকছেন।

মে মাসের ২৬ তারিখ নব জোয়ার কর্মসূচি চলাকালীন ঝাড়গ্রাম থানার গড়শালবনি এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় সোওমট মামলার রুজু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনার রাতেই ঝাড়গ্রাম থানার পুলিশ আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শালবনি গ্রামের মনমোহিত মাহাতো, অনিত মাহাতো ও অজিত মাহাতো সহ ৪ জনকে গ্রেফতার করে।

Kurmi Protest : তৃণমূলের ‘পথের কাটা’ কুড়মিরা! ভোটের আগেই পুরুলিয়ায় দুই আসনে জয় সমর্থিত নির্দলদের
তারপরের দিন ওডিশা বর্ডার লাগোয়া এলাকার নয়াগ্রাম থানা এলাকা থেকে কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলা তদন্তভার তুলে দেওয়া হয় CID-র হাতে। ঘটনা তদন্তে নেমে CID আরও ৩ জনকে গ্রেফতার করে।

ঘটনার মোট গ্রেফতার হয় ১১ জন। CID রাজেশ মাহাতো, শিবাজী মাহাতোকে একাধিক নিজেদের হেফাজতের চেয়েও তাদের হেফাজতে পায়নি। এই প্রভাবশালী কুড়মি নেতাদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে CID।

Calcutta High Court : ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় ‘সিট’ গঠন, CCTV ফুটেজ সংগ্রহের নির্দেশ আদালতের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির দিন গড় শালবনির ঘটনায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি চালক এবং ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নবু গোয়ালা ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল। অপরদিকে জামবনী থানার আরো দু’টি মামলাতেও যুক্ত করা হয়েছিল কুড়মি নেতাদের।

এছাড়াও খেমাশুলিতে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘটনাতেও খড়গপুর লোকাল থানার মামলাতেও যুক্ত করা হয় কুড়মি নেতাদের। CID-র মামলাটি ঝাড়গ্রামের এডিজে-১ আদালতে চলছিল। সোমবার ঝাড়গ্রামের এডিজে-১ আদালত রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, অনুপ মাহাতো সহ মোট ১১ জন কুড়মি নেতা ও আন্দোলনকারীকে শর্তধীন জামিন মঞ্জুর করে।

Kurmi Protest : কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জনের জামিন খারিজ, জেল হেফাজতের নির্দেশ আদালতের
অভিযুক্ত পক্ষের আইনজীবী তপন চৌধুরী বলেন, “এই মামলায় তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসেনি। মাক্কেলদের শর্তাধীন জামিন মঞ্জুরের আবেদন জানাই। অনুপ মাহাতো অন্য কোন কেসে যুক্ত না থাকায় জামিন দেওয়া হোক।” সরকারি পক্ষের আইনজীবী আদালতে জামিনের বিরোধিতা করে বলেন, “এই মামলায় চার্জশিট এখনও জমা পড়েনি। তাই জামিন না মঞ্জুর করা হোক।”

উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ১১ জন কুড়মি নেতাকে শর্তাধীন জামিন মঞ্জুর করেন। এদিন ঝাড়গ্রামের সিজেএম আদালতে অনুপ মাহাতো বাদে বাকি ১০ জন কুড়মি নেতা আন্দোলনকারীকে তোলা হয়। ৩টি মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

Debjani Mukherjee Saradha Scam : ৬ ঘণ্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী, ছুটলেন অসুস্থ মাকে দেখতে
সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন, “বিচারক ৩টি মামলায় ১০ জনের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।” এদিন কুড়মি নেতা অনুপ মাহাতো জেল থেকে ছাড়া পেলেও রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো সহ ১০ কুড়মি নেতা ও আন্দোলনকারী জেলেই থাকছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *