সোমবার বেলা ১২ টা নাগাদ চান্দামারি থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করবেন তিনি। সম্প্রতি পাটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করতে বৈঠকে বসেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। সেখান থেকে ফিরেই প্রচার পর্ব শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভাকে কেন্দ্র করে উজ্জীবিত তৃণমূল কর্মী, সমর্থকরা।
কোচবিহারের জনসভা শেষ করার পর তিনি জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গ জুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর। উত্তরবঙ্গ থেকেই নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে হাজির থাকছেন দলনেত্রী স্বয়ং।
পাশাপাশি, মঙ্গলবার থেকে প্রচারে নামছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নদিয়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর ১টায় হাঁসখালিতে জনসভা করবেন অভিষেক। এরপর দুপুর ২ টোয় মুর্শিদাবাদের ডোমকলে রোড-শো রয়েছে তাঁর। নির্বাচনে আগে বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে সহ একাধিক জেলায় প্রচারে যাবেন তিনি।
গত ১৭ জুন কলকাতায় কালীঘাটে বৈঠকে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেদিনের বৈঠকেই ঠিক করে দেওয়া হয় মোট ৫৮ তৃণমূলের সুবক্তা প্রচারে অংশগ্রহণ করবেন। প্রচার কমিটির সদস্যরা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ছড়িয়ে গিয়েছেন। শুরু করেও দেওয়া হয়েছে প্রচার পর্ব।
তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছিল, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নেত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা নাও করতে পারেন। তবে সেই ধারণা ভুল প্রমাণ করে সোমবার থেকেই প্রচার শুরু করল দলের দুই সর্বোচ্চ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচার পর্বে এতটুকু খামতি না রাখার ব্যাপারে তৎপর রয়েছে তৃণমূল নেতৃত্ব।