Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর জনসভায় খোদ তৃণমূল জেলা সভাপতিকেই ঢুকতে বাধা! রাস্তায় বসে পড়লেন অনুগামীরা – trinamool district president was barred from entering mamata banerjee meeting in cooch behar election23


West Bengal Election 2023 : বর্তমানে কোচবিহারে অবস্থান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচারে সেখানে জনসভাও করছেন তিনি। আর সেই জনসভাতেই সোমবার তাল কাটল কিছুক্ষনের জন্য। কোচবিহারের চান্দামারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ঢোকার VIP গেট দিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঢুকতে না পেরে চান্দামারির প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে VIP দের প্রবেশপথে অনুগামীদের নিয়ে বসে পড়েন জেলা তৃণমূল সভাপতি।

Mamata Banerjee : কোচবিহার থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করছেন মমতা, মঙ্গলবার ময়দানে অভিষেকও
কিছুক্ষণের মধ্যে অবশ্য বিষয়টি বুঝতে পেরে জেলা সভাপতি ও তাঁর দুই সহযোগীকে ভিতরে ঢুকতে দিলে পরিস্থিতি অবশ্য নিয়ন্ত্রণে আসে। সোমবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে বারোটা নাগাদ সভামঞ্চের পাশে হেলিপ্যাডে নামেন তিনি।

Mamata Banerjee : ‘হাতা খুন্তি লইয়া, খেদাইয়া দাও তাড়াইয়া…!’ পঞ্চায়েত প্রচারে গৃহবধূদের পাঠ মমতার
সভা করেন। এদিন মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছনোর আগেই স্কুলের VIP গেট দিয়ে সভার মাঠে ঢুকতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, ঢোকার পাস সংক্রান্ত সমস্যার জন্যই অভিজিৎবাবুকে আটকে দেওয়া হয়েছিল। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বা নিরাপত্তারক্ষীরা কিছু মন্তব্য করতে চাননি। ঘটনাস্থলে উপস্থিত এক তৃণমূল নেতা বলেছেন, “এটা এমন কিছু বিষয় নয়। ওই গেট দিয়ে ঢোকার জন্য পাস দেখাতে হত। সেই কারণেই এই সমস্যা হয়েছে।

Mamata Banerjee : ‘খবর আছে, BSF ভোটের আগে ভয় দেখাবে’, কোচবিহারে বিস্ফোরক মমতা
পরে পাস জোগাড় হয়ে যাওয়ায় জেলা সভাপতির আর ভিতরে ঢুকতে কোনও সমস্যা হয়নি”। প্রসঙ্গত উল্লেখ্য, আজ সোমবার থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। আজ কোচবিহারে জনসভা করেন তিনি। রবিবার বিকেল মুখ্যমন্ত্রী হাসিমারা পৌঁছন।

WB Panchayat Election : ভোট মরশুমে ‘মন খারাপ’ প্রাক্তন মন্ত্রীর! ‘ডাকলে যাই’, স্মিত হেসে বললেন রবি
সেখান থেকে হেলিকপ্টারে চেপে বিকেল ৫টায় কোচবিহার রাসমেলা মাঠ লাগোয়া এবিএন শীল কলেজের মাঠে নামেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গকেই এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল শিবির। ২০১৯ লোকসভা নির্বাচনে কোচবিহারে হোঁচট খেয়েছিল তৃণমূল।

Mamata Banerjee : ‘কেউ টাকা চাইলে, ছবি তুলে আমায় পাঠাবেন…’, দুর্নীতি রুখতে দাওয়াই মমতার
কোচবিহার থেকে সাংসদ হয়েছেন BJP নেতা নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। তারপর ২০২১ বিধানসভা ভোটেও আশানুরূপ ফল হয়নি শাসক শিবিরের। এদিকে, মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার সুমিত কুমার এবং অন্য জেলা পুলিশের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আর এই কড়া নিরাপত্তার জন্যই দলের জেলা সভাপতিকেও যে গেটের মুখে আটকে যেতে হল, এমনটাই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *