Nawsad Siddiqui : ‘অসন্তুষ্ট’ নওশাদ, কেন্দ্রকে নিয়মিত নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি মান্থার – calcutta high court ordered central government to review nawsad siddiqui security daily basis


কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই মতো নওশাদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। নওশাদকে সবসময়ের জন্য দুজন স্বাশস্ত্র রক্ষী দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিধায়ক।

Nawsad Siddique: ‘ন্যূনতম নিরাপত্তা দেয়নি রাজ্য’, কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে সরব নওশাদ
কেন্দ্রের দেওয়ার নিরাপত্তায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। ভাঙড়ের বিধায়কের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে নিয়মিত তাঁর নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি মান্থার। আদালতের নির্দেশ, নওশাদের নিরাপত্তা নিয়মিত খতিয়ে দেখতে হবে কেন্দ্রকে। যদি কোনও সমস্যা হয় বা প্রয়োজন হয় তবে যে কোনও পক্ষ আদালতকে বিষয়টি জানাতে পারবেন। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে আদালতে।

Calcutta High Court Nawsad Siddiqui : নওশাদকে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা! ‘বড়’ নির্দেশ বিচারপতি মান্থার
নওশাদের আইনজীবী এদিন আদালতকে জানিয়েছেন, তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। এমনকী বিজেপি কলকাতা কাউন্সিলর সজল ঘোষও তাঁর তুলনায় বেশি নিরাপত্তা পান। নওশাদ একটি দলের রাজ্য নেতা। তারমধ্যে ভাঙড়ের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে নওশাদের আরও বেশি নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে।

মঙ্গলবার নওশাদকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। নিরাপত্তা চেয়ে তাঁর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন আইএসএফ বিধায়ক। কিন্তু সেই চিঠিতে কোনও সারা না মেলায় আদালতের দ্বারস্থ হন নওশাদ। বিচারপতি মান্থা অবিলম্বে নওশাদকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেন। বিধায়ককে কত জন নিরাপত্তা দেওয়া হবে তাও কেন্দ্রকে নির্ধারণ করতে বলে আদালত।

Nawsad Siddiqui : ‘মুখ্যমন্ত্রী বললে ভাঙড় থেকে প্রার্থী প্রত্যাহার করে নেব…’, নওশাদের মন্তব্যে কীসের ইঙ্গিত?
আদালতের নির্দেশ মতো নওশাদকে রবিবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়। তাঁর নিরাপত্তায় সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়। তার আগে শনিবার সন্ধ্যায় হুগলির নওশাদের ফুরফুরা শরিফের বাসভবনের যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা। গোটা এলাকা তাঁরা ঘুর দেখেন। এখন ২৪ ঘণ্টা একজন এসআই ও একজন পিএসও পাচ্ছেন নওশাদ। এছাড়াও পাঁচজন সশস্ত্র জওয়ানকে নওশাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। মুড়িমুড়কির মতো সেখানে চলতে থাকে বোমবাজি। পরস্পরকে দোষারোপ করে তৃণমূল ও আইএসএফ। সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা যায়। ভাঙড়ের ঘটনার পর ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেয় রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *