Panchayat Election 2023 : অমানবিক পুলিশ! ক্যান্সার আক্রান্ত BJP প্রার্থীকে মারধর, ভিডিয়ো ভাইরাল – police allegation of beating bjp candidate of sankrail block of jhargram district before panchayat election23


Paschim Medinipur News : ফের একবার পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের ওপর অমানবিক হওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ক্যান্সার আক্রান্ত এক BJP প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর ওই মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুঁয়া গ্রামে। আহত BJP প্রার্থীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, সোমবার দুপুরে এলাকায় হই হট্টগোল হচ্ছে শুনে ঘর থেকে বেরিয়ে ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের BJP প্রার্থী শুভঙ্কর মাহাতো। সেই সময় পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়ান ওই BJP প্রার্থী।

West Bengal Panchayat Election : CPIM প্রার্থীর বাড়িতে চড়াও বাইক বাহিনী, দুষ্কৃতীদের তাড়া করল গ্রামবাসী
এরপরই BJP প্রার্থীকে কর্তব্যরত পুলিশকর্মীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারধরের ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আহত অবস্থায় শুভঙ্কর মাহাতো নামের ওই BJP প্রার্থীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্তের পরিবারের অভিযোগ, মনোনয়ন পর্ব থেকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য ওই BJP প্রার্থীকে চাপ দিতে থাকে পুলিশ।

Panchayat Election in West Bengal : মনোনয়ন প্রত্যাহারে ‘না’, প্রাণে মারার চেষ্টা BJP প্রার্থীর স্বামীকে!
একাধিকবার ধমকানোও হয় তাঁকে। সোমবার দুপুরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ তাঁকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুভঙ্কর বাবুর সঙ্গে হাসপাতালে আসা এক BJP কর্মী অভিযোগ করে বলেন, “শুভঙ্কর মাহাতো ক্যান্সারের রোগী। তাঁর কেমোথেরাপি চলছে। একথা বারবার পুলিশকে বলা হয়েছিল। কিন্তু পুলিশ তাতে কান দেয়নি। এদিন দুপুরে ওই গ্রামে ঢুকে BJP কর্মীদের হুমকি দিচ্ছিল পুলিশ। তখন তা জানতে পেরে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন প্রার্থী শুভঙ্কর মাহাতো। সেই সময় বচসার মধ্যেই তাঁকে ধরে বেধড়ক মারধর করে পুলিশ। এই বিষয়ে দলের উচ্চস্তরে সব কিছু জানানো হয়েছে।”

Panchayat Polls WB : BJP প্রার্থীকে প্রচারে বাধা! হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আক্রান্ত প্রার্থীর ভাইপো সৌমেন মাহাতো বলেন, “যেদিন থেকে দাদা ভোটে দাঁড়িয়েছেন, সেদিন থেকে অত্যাচার করছে পুলিশ। রাতের অন্ধকারে বাড়িতে আসছে। প্রার্থীপদ থেকে নাম তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। একদিন রাত ১২টায় এসেছে। একদিন রাত তিনটের সময় এসে বাড়ির দরজায় ধাক্কা দিয়েছে। বাড়িতে অন্য লোক আছে। শিশু আছে। সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।”

Panchayat Election 2023 : জমার পরে প্রত্যাহার, মনোনয়ন ঘিরে উত্তাপ
তাঁর আরও অভিযোগ, পাশেই একজন ছিলেন পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলেন, তাঁর বাড়িতে গিয়ে মারধর করছিল, সেখানেই শুভঙ্কর যেতে তাঁকেও মারধর করা হয়। যেহেতু পুলিশই এমন করছে, ফলে কারোর কাছে অভিযোগও জানাতে পারেননি বলে দাবি করেছে মাহাতো পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *