Panchayat Election 2023 : ‘উন্নয়ন’-এর কাছে হার মানল বিরোধী শক্তি! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে নিদান তৃণমূলের – three trinamool congress candidates won unopposed before panchayat election in jayanagar election 2023


Dakshin 24 Pargana : ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন জয়নগরের তিন তৃণমূল কংগ্রেস প্রার্থী। সোমবার তাদের হাতে শংসাপত্র তুলে দেন জয়নগর ১ নম্বর ব্লকের BDO সত্যজিৎ বিশ্বাস ও জয়েন্ট BDO মৌমিতা মুখোপাধ্যায়। আর জয়ে পেয়েই তাঁদের নিদান, ‘উন্নয়ন’-এর কাছেই হার মেনেছে বিরোধী শক্তি।

সোমবার দুপুরে জয়নগর উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রুপম লস্কর এবং জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শামীম আহমেদ ঢালী ও উত্তর দুর্গাপুর অঞ্চলের কার্যকরী সভাপতি শামসুল লস্করের নেতৃত্বে জয়নগর এক নম্বর BDO অফিসে উপস্থিত হন জয়নগর ১ নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের ৯৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাহিদ হোসেন লস্কর ও রবিউল গাজী এবং ১০৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী আম্বিয়া বিবি লস্কর।

Panchayat Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন BJP প্রার্থী! জিতেই যোগ দিলেন তৃণমূলে, ভোটরঙ্গ বীরভূমে
এদিন ব্লক অফিসের সামনে থেকে উত্তর দুর্গাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শামসুল লস্কর বলেন, “উত্তর দুর্গাপুর অঞ্চলের ১০৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আম্বিয়া বিবি লস্করের বিরুদ্ধে যে নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন ফাইল করেছিলেন। এলাকার মানুষের অসহযোগিতার ইঙ্গিত পেয়েই তিনি নমিনেশন তুলে নেন। আর তাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান আম্বিয়া বিবি লস্কর।”

West Bengal Panchayat Polls : বারাসতে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উড়ল সবুজ আবির, ‘খেলা হবে’ বাজিয়েই চলল সেলিব্রেশন
উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রুপম লস্কর বলেন, “তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কাছে হার মেনেছে বিরোধী শক্তি। তাই নমিনেশন দিয়েও ভুল বুঝতে পেরে এই অঞ্চলের ৯৭ নম্বর বুথের ২ নির্দল প্রার্থী তাঁদের নমিনেশন তুলে নেন। ফলে এই বুথের তৃণমূল কংগ্রেস মনোনীত দুই প্রার্থী শাহিদ হোসেন লস্কর ও রবিউল গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।”

সোমবার দুপুরে জয়নগর এক নম্বর ব্লক অফিসে BDO সত্যজিৎ বিশ্বাস এবং জয়েন্ট BDO মৌমিতা মুখোপাধ্যায় উত্তর দুর্গাপুর অঞ্চলের ৯৭ নম্বর বুথ ও ১০৭ নম্বর বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ওই তিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেন।

Dhaniakhali Panchayat Election : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধনিয়াখালি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের
শংসাপত্র হাতে পেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাহিদ হোসেন লস্কর বলেন, “মানুষ যে আমাদের সঙ্গেই আছেন এটা তার প্রমাণ। বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। আর যে নির্দলরা দাঁড়িয়েছিলেন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে মা মাটি মানুষের সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন। এই কারণেই আমাদের আজকের এই জয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *