Panchayat Election in West Bengal : বকেয়া ৩০০ কোটি! নবান্ন থেকে অদূরে ঠিকাদারদের বিশেষ সভা – contractors arranged a meeting for money due for work near nabanna election23


West Bengal Election 2023 : ২০২১ সালের বিধানসভা ভোটের কাজের প্রাপ্য টাকা এখনও পাওয়া যায় নি। ইতিমধ্যেই চলে এসেছে ভোট। আর টাকার পরিমাণও নেহাত কম নয় । প্রায় ৩০০ কোটি টাকা! রবিবার নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সারা বাংলার বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা ঠিকাদারদের এক সভায় যোগদান করেন। উদ্যোক্তা ছিল পিএইচই কনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। সংগঠনের যুগ্ম সম্পাদক মানস চট্টোপাধ্যায় বলেন, “ওপরতলা থেকে বলা হচ্ছে ফান্ড নেই। কিন্তু তা বললে আমাদের তো চলবে না।

WB Panchayat Election 2023 : বিধানসভা নির্বাচনে ডিউটির বিল বকেয়া আজও, পঞ্চায়েতের আগে ধরনায় ঠিকাদাররা
কোটি কোটি টাকা বাকি রয়েছে। আমাদেরও বাড়ি ঘর পরিবার রয়েছে। এটাই আমাদের রুজি রুটি। টাকা না পেলে আমরা পথে বসব”। পিএইচই কনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের অপর এক যুগ্ম সম্পাদক পরেশ কর্মকার বলেন , “আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হচ্ছে না।

Panchayat Election 2023 : বেহাল রাস্তা-জলের অভাব! ভোট বয়কটের ডাক মহিষাদলে
এতদিন অপেক্ষার পর আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। একমাত্র তিনি এই বিষয়ে কিছু করলে তবেই আমরা আমাদের প্রাপ্য টাকা পেতে পারি”। জানা গিয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় এই ঠিকাদারদের ডাক পড়ে জলের লাইন, অস্থায়ী টয়লেট করে দেওয়ার জন্য।

Panchayat Election 2023: অন্তর্দ্বন্দ্ব আরও তীব্র! দলের বিরুদ্ধে নির্দলের হয়ে প্রচারে তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী
বিশ্বাস ও সম্পর্কের খাতিরে সেই সমস্ত কাজ করে দেওয়া হয় বলে জানান তাঁরা। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটের অভিজ্ঞতার পর এবার আদৌ তাঁরা ভোটের কাজে এগোবেন কিনা সে নিয়েই দোটানায় রয়েছেন এই ঠিকাদাররা। পঞ্চায়েতের নির্বাচনের আগে যদিও এখনও পর্যন্ত মুখের কথায় তড়িঘড়ি কাজ করবেন না ঠিকাদাররা, এমনটাই জানা গিয়েছে।

Panchayat Nirbachan 2023 : ভোট-খরচ বাড়লেও আগের বারের সেই পরিশ্রমিকই ভোট কর্মীদের
মুখের কথায় বিশ্বাস করে কোনও চুক্তি ছাড়া জরুরি ভিত্তিতে কাজ করলে টাকা মার যায় বলে জানিয়েছেন তাঁরা। ভোটের আগে এই ঘটনা বেশি হয়, একথাই জানাচ্ছেন এক ঠিকাদার। কারণ ভোটের আগেই জল রাস্তা ইত্যাদি কাজ তড়িঘড়ি করানোর প্রবণতা দেখা যায়। এদিকে, ঠিকাদার মানেই সরকারের থেকে প্রচুর টাকা পান, এরকম একটা ধারণা আছে।

West Bengal Panchayat Polls : চোখে-মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট! নির্বাচনে আধা সেনা চাইছেন ভোট কর্মীরা
কিন্তু বাস্তব অন্য কথা বলে, জানাচ্ছে ঠিকাদারদের সংগঠন। নবান্নের পাশেই তাই তাঁরা সভায় বসছেন। পিএইচই কনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের বক্তব্য, বহু কাজ শুধু মুখের কথায় সম্পর্কের খাতিরে এবং সাধারণ মানুষের কথা ভেবে করে দেওয়া হয়।

Bankura Panchayat Election : ‘পাঁচিলে যাঁরা উঠবে, ঝাঁপিয়ে ধরে নেব…’, বাঁকুড়ার সভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেত্রী সায়ন্তিকার
কিন্তু সেই টাকা পাওয়া যায় না। গেলেও বহু কাঠখড় পোড়াতে হয়। এর প্রতিবিধান খুঁজতেই রবিবারের এই বৈঠক বলে জানিয়েছে পিএইচই কনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *