Rudranil Ghosh: ‘চোরেদের চুরি করা টাকার ভাগ পায় পুলিশ… তাই রাস্তায় বসে না’, তীব্র আক্রমণ রুদ্রনীলের – rudranil ghosh actor bjp leader attacks state police and state election commissioner election23


‘নেতার বখরার টাকা পাচ্ছে পুলিশও’,রায়নার বোরো থেকে পুলিশকে বেনজির আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। রায়নায় বিজেপি প্রার্থীদের হয়ে পঞ্চায়েতের প্রচারে এসেছিলেন অভিনেতা ও রাজ্য বিজেপির প্রথম সারির নেতা রুদ্রনীল ঘোষ। রায়নার জনসভা থেকে শাসক দলের পাশাপাশি বিজেপি নেতার আক্রমণের নিশানায় ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার থেকে পুলিশ।

Mamata Banerjee Rajiva Sinha: ‘…এত সহজ নয়!’ রাজ্য নির্বাচন কমিশনার ‘অপসরণ’ বিতর্কে মুখ খুললেন মমতা

এদিনের রায়নার সভামঞ্চ থেকে রুদ্রনীল ঘোষ রাজ্য পুলিশকে কড়া ভাষায় তির্যক আক্রমণ করেন। পুলিশের বিরুদ্ধে আনেন গুরুতর অভিযোগ। পুলিশকে উদ্দেশ্য করে বিজেপি নেতা বলেন, ”এখানে থিক থিক করছে পুলিশ ওদের দিকে তাকাতে খারাপ লাগে। যারা রাজ্য সরকারের চাকরি করেন তারা DA পাচ্ছে না,এটা সরকারের দেওয়ার নিয়ম। কোনও রাজ্য সরকারি কর্মচারীরা ভাতা পাচ্ছে না, তাই তারা রাস্তায় বসে।আর এই পুলিশও রাজ্য সরকারি কর্মচারী। ওরা রাস্তায় বসে নেই। ওরা চোরেদের পাহারা দেয়। কারণ- চোরেদের চুরি করা টাকার ওরা যদি ভাগ না পেত তাহলে ওরাও রাস্তায় বসত। কিন্তু ওরা রাস্তায় বসছে না। তাই প্রমাণ দেয় আপনাদের চুরি করা যে টাকাগুলো সেই টাকার ভাগ ওরা পায়,আমার লজ্জা লাগে।”

Suvendu Adhikari : ‘২০০৭ সালে কী দেখেছিলেন, তার থেকেও বেশি কিছু…’, পুলিশকে দুষে আক্রমণ শুভেন্দুর

এখানেই শেষ নয়, রুদ্রনীল আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে বলেন, ”এখানে যারা পুলিশরা, আমার কথা শুনছে, যারা রেকর্ড করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ‘ এ ভাই খাকি পোশাক পরা, এ ভাই তোদের বাড়িতে বাপ-মা নেই রে…, তোর বাড়িতে বোন নেই, বউ নেই! ঘুষের টাকা খেয়ে যখন খাকি জামাটা খুলিস। যখন স্যান্ডো গেঞ্জি পরে খেতে বসিস। তখন তোর বউ বাচ্চা বাবা মা জিজ্ঞাসা করে না? এটা কি চুরির ভাগের ভাত? জিজ্ঞাসা করে না?” পুলিশকে রুদ্রনীলের এই বেনজির আক্রমন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *