জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপ কোয়ালিফায়ারে (ICC ODI World Cup Qualifier 2023) দারুণ ফর্মে আছেন ওয়ানিন্দু হাসরঙ্গা (Wanindu Hasaranga)। ৫০ ওভারের ক্রিকেটে প্রথম স্পিনার হিসেবে এক অনন্য গড়লেন শ্রীলঙ্কার (Sri Lanka) ক্রিকেটার। লাগাতার তিনটি একদিনের ম্যাচে পাঁচটি করে উইকেট নেওয়ার নজির গড়লেন এই লেগ স্পিনার। হাসরঙ্গার আগে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিস (Waqar Yunis)।
ওমানের বিরুদ্ধে ১৩ রানে ৫ উইকেট এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন হাসরঙ্গা। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে নিয়েছিলেন ৭৯ রানে ৫ উইকেট। অর্থাৎ টানা তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট নিলেন তিনি। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে পর পর তিনটি একদিনের ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন হাসরঙ্গা। একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় অনবদ্য ছন্দে থাকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার।
আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই ‘মাদার অফ অল ব্যাটল’! সূচি ঘোষণা করতে চলেছে আইসিসি
আরও পড়ুন: Sarfaraz Khan vs BCCI: ঝুড়ি ঝুড়ি রান করেও কেন ব্রাত্য সরফরাজ? জবাব দিল বিসিসিআই
পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার ওয়াকার পরপর তিনটি এক দিনের ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে। এত দিন পর্যন্ত তাঁর একারই এই নজির ছিল। ইউনিসের সেই নজির স্পর্শ করলেন হাসরঙ্গা। তবে স্পিন বোলারদের মধ্যে তিনিই হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার। ইউনিস এর আগে তিনটি ম্যাচে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন। এরমধ্যে দু’বার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন। তাঁর বোলিং ফিগার ছিল ৫/১১, ৫/১৬ ও ৫/৫২।
হাসরঙ্গার অনবদ্য পারফরম্যান্সের সুবাদে আইরিশদের ১৩৩ রানে হারিয়ে এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে জায়গা পাকা করে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ৩২৫ রান। জবাবে ১৯২ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ড।