তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা তৈরির সামগ্রী, মশলা! গ্রেফতার স্বামী Materials for making bomb seized from TMC candidates home at Katwa


সন্দীপ ঘোষচৌধুরী: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা তৈরির সামগ্রী, মশলা! কেন? প্রার্থীর স্বামীকে গ্রেফতার করল পুলিস। মামলা রুজু করা হল বিস্ফোরক আইনে। ঘটনাস্থল, পূর্ব বর্ধমানের কাটোয়া।

স্থানীয় সূত্রে খবর, কাটোয়ার আলমপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সংসদের তৃণমূল প্রার্থী স্বপ্না দাস। তাঁর স্বামী মিঠুনও শাসকদলেরই নেতা। গতকাল, সোমবার দিনভর গুসুম্বা গ্রামে তাঁদের বাড়িতে তল্লাশি চালায় কাটোয়া থানার পুলিস। উদ্ধার হয় প্রায় দেড়ি কেজি বোমা তৈরির মশলা, পেরেক, পাথরের কুচি, এমনকী সুতলি দড়িও। এরপর রাতে গ্রেফতার করা হয় মিঠুনকে।

এই আলমপুর পঞ্চায়েতটি এখন তৃণমূলের দখলে। বিদায়ী প্রধান ও দলের অঞ্চল সভাপতি নীলমণি বসুর অবশ্য দাবি, ‘প্রার্থীর বাড়িতে অভিযান চালিয়ে মাঠের খাবার উদ্ধার করে বলে শুনেছি। বোমা তৈরির মশলা পাইনি’। 

আরও পড়ুন: Panchayat Election 2023: ভোট প্রচারে বিস্ফোরক শতাব্দী রায়, নির্দল প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

এর আগে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রচারে বেরিয়ে ভোটারকে মারধরের অভিযোগ ওঠেছিল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।  চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিককুণ্ডু পঞ্চায়েতের  ৮ নম্বর আসনে বিজেপি প্রার্থী পলাশ বাগ। শনিবার গ্রামে বাড়ি বাড়ি  প্রচারে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে দলের কর্মী-সমর্থকরাও। 

এই মানিকুণ্ডু পঞ্চায়েতের অন্তর্গত শালঝাটি গ্রামের বাসিন্দা চন্দন বন্দ্যোপাধ্যায়। স্রেফ কথা কাটাকাটি নয়, বাড়িতে প্রচার করতে গিয়ে চন্দনকে নাকি মারধর করেন বিজেপি প্রার্থী! থানায় অভিযোগ দায়ের করেন ‘আক্রান্ত’ ভোটার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *