Cyber Crime : সাইবার প্রতারণার শিকার? এক ফোনে মুশকিল আসান করবে পুলিশ, জানুন Helpline Number – bidhannagar commissionerate launches helpline number to report cyber crime


সাইবার ক্রাইম রুখতে বড় পদক্ষেপ বিধাননগর কমিশনারেটের। যে কোনও ধরনের সাইবার ক্রাইম নিয়ে অভিযোগ জানাতে 24×7 হেল্পলাইন নম্বর চালু করা হল। বিধাননগর কমিশনারেটের অধীনে রয়েছে সল্টলেক, নিউটাউন, রাজারহাট, বাগুইআটি, লেকটাউন এবং দমদমের একটি অংশ। এই অংশের বাসিন্দারা সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে ফোন করতে পারেন, ৯০৩৮৩৩৩৪৪৪ নম্বরে।

বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, যাঁরা সাইবার ক্রাইমের শিকার হন, তাঁদের সাহায্যার্থে এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। তাঁরা এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ও সাহায্য পাবেন। 24×7 এই হেল্পলাইন নম্বর চালু থাকবে। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশিক্ষিত পুলিশ আধিকারিকদের। যদি কারও কাছে সন্দেহজনক নম্বর থেকে ফোন, মেসেজ বা মেল আসে তবে তিনি হেল্পলাইনে ফোন করে সাহায্য নিতে পারেন। যখন কেউ হেল্পলাইনে ফোন করবেন তখন আমাদের আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলবেন। পুলিশে অভিযোগ দায়েরের জন্য তাঁকে যাবতীয় সাহায্য করা হবে। জানিয়েছেন গৌরব শর্মা।

Electricity Bill: বিদ্যুতের বিল বকেয়া! ৬ দফায় অ্যাকাউন্ট থেকে গায়েব আড়াই লাখ, তারপর…
বিধাননগর কমিশনারেটের আর এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে সাইবার ক্রাইম একটা বড় সমস্যা। যে কোনও জায়গায় বসেই অপরাধ সংগঠিত করতে পারে জালিয়াতরা। দূরত্ব এখানে কোনও ফ্যাক্টরই নয়। অনলাইন মাধ্যমেই ফায়দা তোলে জালিয়াতরা। তিনি বলেন, ‘জালিয়াতরা অন্য রাজ্য এমনকী দেশের বাইরে বসেও অপরাধ সংগঠিত করতে পারে। ঠিক করে নিতে পারে তাদের নেক্সট টার্গেট। আর তারপরেই প্রতারণার জাল বোনে তারা। কলকাতাতে জালিয়াতির যে পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রচলিত তা হল কারও মোবাইলে মেসেজ পাঠানো বা কল করা। কোনও ব্যক্তিতে কল করে বা মেসেজ পাঠিয়ে তাঁকে প্রথমেই বলা হয় তাঁর ইলেকট্রিক বিল বাকি রয়েছে। কখনও বলা হয় তাঁদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে বা বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।’

Kolkata News : সোশ্য়াল মিডিয়ায় সন্তানের খুব বেশি ছবি দেন? রেড অ্যালার্ট CID-র
পুলিশের কাছে সাইবার ক্রাইম নিয়ে রোজই প্রায় ভূরি ভূরি অভিযোগ জমা পড়ে। বহু অভিযোগকারীর কাছেই ব্যাঙ্ক আধিকারিক, বিমা সংস্থা, টেলিকম কোম্পানির সদস্যের নামে ভুয়ো কল বা মেসেজ আসে। কখনও কখনও আবার ভুয়ো টেলিকম সংস্থার নাম করেও প্রতারণা করা হয়। বাড়িতে মোবাইল সংস্থার টাওয়ার বসালে বিপুল অঙ্কের টাকা দেওয়া হবে। প্রলোভন দেখানো হয় এমনটাও। আর সেই প্রলোভনেই পা দিয়েই বিপদে পড়েন সাধারণ মানুষ।
Pink WhatsApp Scam : আপনার হোয়াটসঅ্যাপের রং কি গোলাপি? ভয়ঙ্কর জালিয়াতি থেকে সাবধান
সাইবার ক্রাইমের বিষয়ে অভিযোগ জানাতে কলকাতা পুলিশেরও একটি হেল্পলাইন নম্বর চালু রয়েছে। নম্বরটি হল- ৮৫৮৫০৬৩১০৪



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *