DA Case : জুলাই মাসেই DA নিয়ে বড় সুখবর! আশায় রাজ্য সরকারি কর্মীরা – west bengal government employees organizations are expecting that supreme court will dismiss slp about da on july hearing


West Bengal DA Latest News কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA মিটিয়ে ফেলতে হবে। কিন্তু, মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

সর্বোচ্চ আদালত ঠিক কী রায় দেয়, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। জুলাই মাসে DA সংক্রান্ত মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে জুলাই মাসেই হয়তো বড় কোনও নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত, এই আশাতেই বুক বাঁধছেন সরকারি কর্মীদের একাংশ।

WB Panchayat Election : সৌদি আরবে বসে পঞ্চায়েতে মনোনয়ন জমা মিনাখাঁর তৃণমূল প্রার্থীর? CBI তদন্ত চেয়ে মামলা
এই প্রসঙ্গে সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল বলেন, “১৪ জুলাই এই মামলার শুনানি হতে পারে। আমরা অত্যন্ত আশাবাদী কারণ যদি SLP গ্রহণ করার থাকলে সাতটা শুনানি হয়তো নিত না। আগেই SLP গ্রহণ করে নেওয়া হত। আমরা আশাবাদী যে রাজ্যের SLP খারিজ হয়ে যাবে।”

Panchayat Election: সৌদি আরবে বসে পঞ্চায়েতে মনোনয়ন, সই করল কে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি সিনহার
অন্যদিকে, কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে শ্যামল মিত্র বলেন, “এই মামলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমরা পেয়েছি- ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল DA ‘লিগ্যালি এনফোর্সেবল রাইট’। তারপর সুপ্রিম কোর্টে কোনও অ্যাপিল করেনি রাজ্য। কলকাতা হাইকোর্টে একাধিক রিভিউ পিটিশন করেছিল। এক্ষেত্রে রায়ের কোনও একটি অংশ সংশোধন করা সম্ভব। সুপ্রিম কোর্টের রাজ্যের উদ্দেশে পর্যবেক্ষণ ছিল যে ২০১৮ সালের এই রায়ের প্রেক্ষিতে আপনারা কোনও আবেদন করেননি। এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

WB Panchayat Election : ‘নির্দেশ না মানলে স্টেপ ডাউন করুন…’, হাইকোর্টে তুলোধনা রাজ্য নির্বাচন কমিশনকে
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী ১৪ তারিখ সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে তা খারিজ হয়ে যাবে।” একই সুর শোনা গেল ইউনিটি ফোরামের তরফে দেবব্রত হালদারের কণ্ঠেও। তিনি বলেন, “আইনি লড়াই আমরা লড়ে যাচ্ছি এবং যাব।”

Sonali Guha: ‘কেন্দ্রীয় হারে ডিএ, মমতাদিই বলেছিলেন…’

প্রসঙ্গত, চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল, আগামী তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। যদিও এই নির্দেশ পুর্নবিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়।

Calcutta High Court : হাইকোর্টে এবার প্রশ্নের মুখে ভিসি সার্চ কমিটি’র অর্ডিন্যান্স
এই মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। এদিকে রাজ্যেও DA নিয়ে আন্দোলন আরও জোরাল হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় একাধিক সরকারি কর্মচারি সংগঠন শহিদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে তিন শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *