সব্যসাচী বাগচী
জি ২৪ ঘণ্টার খবরে ফের সিলমোহর। আসন্ন বিশ্বকাপের ( (ICC ODI World Cup 2023) পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ক্রিকেটের নন্দন কাননে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ম্যাচ আয়োজিত হবে। দু’মাস আগে সেটা আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। ৫ নভেম্বর বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনের রাতে প্রোটিয়াসদের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। এদিকে সোমবার সন্ধের দিকে আমাদের প্রতিবেদনে লেখা হয়, কাপ যুদ্ধের একটি সেমি ফাইনাল ক্রিকেটের নন্দন কাননে আয়োজিত হতে পারে। আর সেটাই হল। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনালের আসর বসবে ইডেনে। এর আগে, ১৯৯৬ সালের বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কার সেমি ফাইনাল আয়োজিত হয়েছিল ইডেনে।
এছাড়া কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য আরও সুখবর। দুই প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশের (Bangladesh) ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছে ইডেন। যার মধ্যে পাকিস্তান দুটি ও বাংলাদেশ ইডেনে একটি ম্যাচ খেলবে। ২৮ অক্টোবর কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে মাঠে নামবেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)-তামিম ইকবালরা (Tamim Iqbal)। এরপর ৩১ অক্টোবর আয়োজিত হবে হাইভোল্টেজ পাকিস্তান বনাম বাংলাদেশ (PAK vs BAN) ম্যাচ। এরপর ফের ১২ নভেম্বর ইডেনের বাইশ গজে নামবেন বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
— ICC (@ICC) June 27, 2023
আরও পড়ুন: Exclusive, ICC ODI World Cup 2023: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া ইডেনে সেমি ফাইনাল! আলোচনা তুঙ্গে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। যা ছিল অলীক কল্পনা, মঙ্গলবার হয়তো সেটাই ঘোর বাস্তবে রূপান্তরিত হচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে, কলকাতাবাসীর আকাঙ্ক্ষাপূরণ হয়তো করতে চলেছে ভারতীয় বোর্ড। বিশ্বকাপ সেমি ফাইনাল উপহার দিয়ে! ইডেন গার্ডেন্স ছাড়া দ্বিতীয় সেমিফাইনালটি হবে মুম্বইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
শেষ মুহূর্তে মহানাটকীয় পট পরিবর্তন ঘটিয়ে বিশ্বকাপ সেমি ফাইনাল পাওয়ার দৌড়ে ঢুকে পড়েছিল কলকাতা। একেবারে শেষ মুহূর্তে। বহুদিন ধরেই নানা মহলে আলোচনা চলছিল ইডেনের ম্যাচ প্রাপ্তি ঘিরে। প্রথম দিকে শোনা যাচ্ছিল যে, বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ম্যাচই হয়তো পাবে ইডেন। পরে আবার ক্রিকেটের নন্দনকাননে ভারত-আফগানিস্তান ম্যাচ আয়োজনের জল্পনা জোড়ালো হয়েছিল। যা নিয়ে খানিক ক্ষোভও দেখা দেয় কলকাতাবাসীর মনে। কারণ ইডেনে হাইভোল্টেজ একটি ম্যাচের সাক্ষী থাকতে চাইছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে কেউ কষ্টার্জিত কল্পনাতেও কেউ ভাবতে পারেননি, এরপর সেমি ফাইনাল পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে।
এত দিন শোনা যাচ্ছিল মুম্বই আর চেন্নাইয়ে হবে বিশ্বকাপ সেমি ফাইনাল। ফাইনাল হবে আহমেদাবাদে। কিন্তু চেন্নাইয়ের বদলে একটা সেমি ফাইনাল এবার কলকাতায় চলে এল। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনালের আসর বসবে ইডেনে। তবে প্রথম সেমি ফাইনালের ভেন্যুর বদল অবশ্য হচ্ছে না। সেটা হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতেই। ১৫ নভেম্বর মুম্বইতে আয়োজিত হবে প্রথম সেমি ফাইনাল।
একনজরে দেখে নিন ইডেন গার্ডেন্সের সূচি
বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার, ২৮ অক্টোবর
পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর
পাকিস্তান বনাম ইংল্যান্ড, ১২ নভেম্বর
দ্বিতীয় সেমি ফাইনাল, ১৬ নভেম্বর