Ganga River : নদীর পাড়ে ‘বিয়ার পার্টি’ সেরে ঝাঁপ দিয়ে ভেসেলে ওঠার চেষ্টা! গঙ্গায় তলিয়ে গেল স্কুল ছাত্র – school student drowned in the ganga while jumping into the boat in hooghly


Hooghly News : বন্ধুদের সঙ্গে স্কুল থেকে পালিয়ে নেশা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক ছাত্রের। ঝাঁপিয়ে ভেসেলে উঠতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ওই স্কুল ছাত্র। সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়ায়। সূত্র মারফৎ জানা গিয়েছে, স্কুল থেকে পালিয়ে ঘুরতে বেরিয়েছিল কয়েকজন ছাত্র। আড়িয়াদহ থেকে গঙ্গা পেরিয়ে হুগলির উত্তরপাড়ায় এসে নেশাও করে তাঁরা। উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ কালাচাঁদ হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র তাঁরা। বাড়ি ফেরার সময় উত্তরপাড়া জেটি থেকে ভেসেল ধরতে গিয়ে গঙ্গায় পড়ে যায় মলয় প্রামাণিক নামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্র।

Drowning in Ganges : গঙ্গায় তলিয়ে গিয়ে মর্মান্তিক পরিণতি, দুটি পৃথক ঘটনায় মৃত ২ যুবক, নিখোঁজ ২
জানা গিয়েছে, সোমবার দুপুর তিনটে নাগাদ স্কুলের পোশাক পড়ে ৮ জন নৌকা করে গঙ্গা নদী পেরিয়ে এসেছিল উত্তরপাড়ায়। সেখানেই তাঁরা গঙ্গার পাড়ে বসে বিয়ার খায়। বৃষ্টির কারণে লঞ্চ ছাড়তে দেরি হওয়ায় দু’জন সিগারেট কিনতে যায় দোকানে। সেই সময়েই হঠাৎ ভেসেল ছেড়ে দেয়।
তখনই মলয় জেটি থেকে ঝাঁপ মেরে ভেসেলে উঠতে গেলে গঙ্গায় পড়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ওই স্কুল পড়ুয়া। ওই স্কুল পড়ুয়াকে বাঁচাতে জলসাথীর এক কর্মী বিক্রম সিং জলে ঝাঁপ দিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে নিখোঁজ ছাত্রের দাদা সৌরভ বলেন, “আমি বাড়িতে ছিলাম।

Ferry Service: মালিকানা কার? লিজ বির্তকে উধাও ঘাটের জেটি, বন্ধ ফেরি পরিষেবা
ভাইয়ের বন্ধুদের থেকে খবর পেয়ে উত্তরপাড়া আসি। বন্ধুদের সঙ্গে উত্তরপাড়ায় এসেছিল মলয়। তারপর ভেসেলে উঠতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে শুনলাম”। এই বিষয়ে ভেসেলের মাস্টার গৌতম দাস বলেন, “আমরা দেখেছি কয়েকজন ছাত্র জেটিতে বসে বিয়ার খাচ্ছিল। সেই সঙ্গে অশ্লীল ভাষায় কথাও বলছিল নিজেদের মধ্যে।

TMC Conflict : ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! বোমাবাজির ঘটনায় উত্তপ্ত বাসন্তী
ভেসেল ছাড়ার আগে দু’জন সিগারেট কিনতে যায় ওপরে। আমরা বারণ করেছিলাম। কিন্তু তাঁরা কথা শোনেনি। ভেসেল ছাড়তেই তাঁরা লাফিয়ে উঠতে যায়। তার মধ্যে একজন জলে পড়ে যায়”। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে খোঁজ শুরু করে। এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন জেটির পাশের স্থানীয় এক ব্যবসায়ী।

Bihar School : প্রকাশ্যে ধূমপান করার শাস্তি! পড়ুয়াকে বেল্ট খুলে বেধড়ক মারধর শিক্ষকের, হাসপাতালে মৃত্যু
তিনি বলেন, “এই জেটিতে প্রায়ই অন্য জায়গা থেকে ছেলেদের দল এসে নেশা করে, স্থানীয় লোকদের সঙ্গে ঝামেলা করে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি। আর এই কারণেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। আজকের যুগের ছেলেদের নিজেদের নিয়ে সজাগ হওয়া উচিৎ”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *