Kalighater Kaku : স্ত্রীয়ের মৃত্যুতেও মিলল না রেহাই! হাইকোর্টে স্বস্তি পেলেন না ‘কালীঘাটের কাকু’ – kalighater kaku does not get relief from calcutta high court after wife demise


৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। বেশ কয়েকমাস ধরে ইডি হেফাজতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের এই কর্মী। মঙ্গলবার মৃত্যু হয় সুজয়ের স্ত্রী বাণী ভদ্রের। স্ত্রীয়ের অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন সুজয়। কিন্তু সুজয়ের আবেদন মঞ্জুর করল না আদালত।

এদিন আদালতে জামিনের আবেদন করে সুজয়ের আইনজীবী কিশোর দত্ত। স্ত্রীয়ের অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য জামিনের আবেদন করা হয়। মৌখিকভাবে আদালত জানিয়েছে, জেল কোড অনুযায়ী আবেদন করলে প্যারোলে ছাড়তে পারে সুজয়কৃষ্ণ। এই ব্যাপারে তার ঢুকতে চাননা বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Kalighater Kaku : ২ হিসাবরক্ষককে তলব ED-র! আরও চাপে ‘কালীঘাটের কাকু’?
লিখিত নির্দেশে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নিয়ম অনুযায়ী জামিনের আবেদন করা যেতে পারে। এমনটা হলে শুক্রবার আদালত তাঁর জামিনের আবেদন বিবেচনা করবে। আদালতে শুনানির সময় কালীঘাটের কাকুর আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘ওঁর স্ত্রী মারা গিয়েছেন। আমরা অন্তত ১৫ দিনের জন্য জামিন চাইছি।’

কালীঘাটের কাকুর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘সেটা পরে বিবেচনা করে দেখা হবে। জেল যদি প্যারোল দেয় আমার আপত্তি নেই।’ তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী। তিনি বলেন, ‘সুজয়কৃষ্ণকে এসকর্ট ছাড়া প্যারোলে মু্ক্তি দিলে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে।’ জবাবে বিচারপতি বলেন, ‘কোর্ট কোনো প্যারোল দিচ্ছে না। জেল যদি প্যারোল দেয় সেক্ষেত্রে এসকর্ট যাতে দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হবে। শ্মশান যাত্রায় অংশ নেওয়ার জন্য আজ জেল কোড অনুযায়ী ছাড়তে পারে।’

Ayan Sil : সম্পত্তি দুর্নীতির টাকায় নয়, ইডির আদালতে দাবি অয়নের
নিয়োগ দুর্নীতির তদন্তে অতীতে একাধিকবার ইডি ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন কালীঘাটের কাকু। কুন্তল ঘোষ মারফত নিয়োগ দুর্নীতির টাকা তাঁর কাছে পৌঁছেছে বলে দাবি করা হয় তদন্তকারী সংস্থার তরফে। জিজ্ঞাসাবাদের জন্য ঢোকার আগে একাধিকবার স্ত্রীয়ের অসুস্থতার কথা বলেন কালীঘাটের কাকু। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুজয়কৃষ্ণের স্ত্রীর।

Jitendra Tiwari : বিজেপির প্রচারে পাণ্ডবেশ্বর যেতে পারবেন জিতেন্দ্র, জামিনের শর্ত শিথিল আদালতের
নিয়োগ দুর্নীতির তদন্তে গোপাল দলপতির মুখে প্রথম কালীঘাটের কাকুর কথা শোনা যায়। পরবর্তীকালে ধৃত তাপস মণ্ডলের মুখেও সুজয়কৃষ্ণের নাম শোনা গিয়েছিল। একাধিকবার জেরার পর তাঁকে গ্রেফতার করে ইডি। কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী বেনামে একাধিক সম্পত্তি রাখার দাবিও করা হয়েছে ইডির তরফে। আদৌ তিনি এখন জেল থেকে ছাড়া পান কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *