Mamata Banerjee : দুষ্টুমি করলে দু’টো চড় মারুন, বার্তা মমতার – mamata banerjee warns anyone who misbehaves to be slapped election 23


এই সময়: চুরি ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার বার্তা দিলেন। পঞ্চায়েতের কোনও মাথাকে এক পয়সা না- দেওয়ার পরামর্শের পাশাপাশি কেউ দুষ্টুমি করলে তাকে দু’চড় কষিয়ে দেওয়ারও দাওয়াই বাতলেছেন তৃণমূল নেত্রী। কোচবিহারের চান্দামারি থেকে সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন মমতা। প্রথম জনসভা থেকেই আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থায় বড় শুদ্ধকরণের পথে হাঁটার আভাস দিলেন মুখ্যমন্ত্রী। চান্দামারির সভায় তিনি বলেন, ‘এবার থেকে পঞ্চায়েত আমরা নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে। কাউকে এক পয়সা দেবেন না। জনগণের যত প্রকল্প রয়েছে, তার জন্য এক পয়সা সরকার নেয় না। যদি কেউ টাকা চায়, তার ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন। তারপর দেখব, তার কত ক্ষমতা।’

Mamata Banerjee : ‘কেউ টাকা চাইলে, ছবি তুলে আমায় পাঠাবেন…’, দুর্নীতি রুখতে দাওয়াই মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার—প্রচুর জনমুখী প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের পরিষেবা পেতে পঞ্চায়েতে কোনও মাথাকে টাকা দেওয়ার প্রয়োজন হয় না—এই কথাই আমজনতাকে বুঝিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ‘যদি কেউ আপনাদের কোনও দুঃখ দিয়ে থাকে, তা হলে আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইব। কিন্তু আমাকে ভুল বুঝবেন না। কেউ যদি দুষ্টুমি করে, দু’টো চড় মারবেন। সেই অধিকার আমি আপনাদের দিয়ে গেলাম।’

Panchayat Election 2023 : একই আসনে ২৫ জন প্রার্থী! ব্যালট ছাপাতে হিমশিম প্রশাসন
পঞ্চায়েতে অনিয়ম ঠেকাতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জোড়াফুল শিবির প্রার্থী নির্বাচনে অভিনব উদ্যোগ নিয়েছিল বলে তৃণমূলের বক্তব্য। প্রায় দেড় মাস ধরে নবজোয়ার যাত্রা হয়েছে। যে পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, তাঁদের টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শাসক দল। প্রার্থী নির্বাচনে তৃণমূলের নিচুতলার নেতা-কর্মী থেকে আমজনতার অভিমত গ্রহণও করা হয়েছিল তৃণমূল।

WB Panchayat Election : ভোট মরশুমে ‘মন খারাপ’ প্রাক্তন মন্ত্রীর! ‘ডাকলে যাই’, স্মিত হেসে বললেন রবি
পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার প্রসঙ্গে এ দিন মমতা বলেন, ‘এতদিন আমরা পঞ্চায়েতকে বিশেষ গুরুত্ব দিইনি, কিন্তু এবার দেবো। তাই অভিষেকের নেতৃত্বে একটি টিম দু’মাস ধরে জেলায় জেলায় ঘুরেছে। মতামত নিয়েছে। হয়তো ৯৯ শতাংশ জায়গায় প্রার্থী ঠিক হয়েছে। কিন্তু ১ শতাংশ রয়েছে, যারা চুরিও করবে প্রার্থীও হতে চাইবে। সেটা আমরা এবার হতে দিচ্ছি না।’ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির সভায় বলেন, ‘উনি বলছেন, গত দশ বছর পঞ্চায়েত দেখতেন না।

Panchayat Election 2023 : শক্তিবৃদ্ধি? বহু জেলায় পদ্মের থেকে বেশি প্রার্থী বামের
তা হলে কি পঞ্চায়েত ভূতে দেখছিল? ২০০৮ সালেই তৃণমূল পঞ্চায়েতের ৪০ শতাংশ আসন জিতেছিল। গত দশ বছর ধরে পঞ্চায়েতের টাকা মেরেছে তৃণমূলের পঞ্চুরা। যার ভাঙা সাইকেল ছিল, বিড়ি খেত–এখন স্করপিও গাড়ির সঙ্গে ১০-১২টা বাইক হয়েছে।’ সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ির বক্তব্য, ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য বামফ্রন্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত গড়ে তুলেছিল। উনি নিজে নিয়ন্ত্রণ করবেন–এর অর্থ কী? পঞ্চায়েতকে তুলে দিতে চাইছেন? দুর্নীতি থেকে নজর ঘোরাতেই গিমিক তৈরি করছেন উনি।’

যদিও মমতা এদিনও একশো দিনের টাকা, আবাস, রাস্তার টাকা না দেওয়ার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধোনা করেছেন। তিনি বলেন, ‘পঞ্চায়েতের পর লোকসভায় জিতে দিল্লিতে নতুন সরকার আসবে। আমরা টাকা নিয়ে আসব। মোদীবাবু বিলিয়ন ডলার খরচ করে নেতা হতে আমেরিকা গিয়েছেন। কখনও রাশিয়া যাচ্ছেন। ফ্রান্সে গিয়ে প্লেন কিনছেন। কিন্তু আমাদের গরিব ভাই-বোনদের একশো দিনের টাকা দিতে পারছেন না!’ তাঁর সংযোজন, ‘পঞ্চায়েত নির্বাচনে হেরে গেলেও এখানে আমাদের সরকার থাকবে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার এবার বিদায় নেবে। চিন্তার কোনও প্রয়োজন নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *