Mamata Banerjee News: ‘সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখতাম ছোটবেলায়…’, সেনাকর্মীদের সামনে ছোটবেলার ইচ্ছে প্রকাশ মমতার – mamata banerjee shares her childhood dream to army officers


কয়েক মুহূর্ত আগে বিপদকে চোখের সামনে দেখে ফিরেছেন। যেকোনও মুহূর্তে ঘটতে পারত বড় বিপর্যয়। উপায় না দেখে সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ। নামতে গিয়ে চোট। সেনার আপ্যায়নে শারীরিক কষ্ট ভুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা অফিসারদের ব্যবহারে মুগ্ধ মুখ্যমন্ত্রী মন উজাড় করে জানালেন তাঁর ছোট বেলার স্বপ্নের কথা। তিনি জানান, তাঁরও ছোটবেলায় সেনায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্ত সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি।

Mamata Banerjee Helicopter: মাঝ আকাশে বিপদ! কীভাবে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

সেনার তরফে প্রকাশ করা ভিডিয়োয় দেখা গিয়েছে, অফিসারদের সঙ্গে আলাপ চারিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জানান নিজের ছোটবেলার অপূর্ব আকাঙ্খার কথা। তিনি বলেন, ‘আর্মি অফিসার আমার খুব পছন্দের। ছোটবেলার স্বপ্ন ছিল আমি সেনায় যাব। কিন্তু পরে আর সেই সুযোগ পাইনি।’ মঙ্গলবার আচমকাই সেবকের এয়ারবেসে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় বাধ্য হয়েই সেখানে নেমেছিলেন।

Mamata Banerjee Health Update: ২ জায়গায় লিগামেন্টে চোট, হাসপাতালে ভর্তির প্রস্তাব ফেরালেন মমতা

এদিন জলপাইগুড়ি থেকে সভা শেষ করে হেলিকপ্টারে বাগডোগরা রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়কপথের ৬০ কিমি রাস্তা আকাশপথে ১৩ মিনিটে পৌঁছে যাওয়া যায়। কলকাতার বিমান ধরতে তাই হেলিকপ্টারে যাওয়া মনস্থ করেছিলেন তিনি। কিন্তু বিধি বাম। হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যএই ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। অবস্থা এতটাই সঙ্গীন হয় যে কপ্টারের নিয়ন্ত্রণ রাখাই দুষ্কর হয়ে পড়েছিল। তার মধ্যে ঝড় বৃষ্টির দাপটে কমে যায় দৃশ্যমানতা। বিপদের আশঙ্কা করে পাইলট তড়িঘড়ি এমারজেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাগডোগরার বদলে বিমানের অভিমুখ ঘুরিয়ে চালক নিয়ে যান সেবকের সেনাঘাঁটিতে। সেখানেই জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার । বায়ুসেনা ঘাঁটিতে হেলিকপ্টার নামার কোনও পরিকল্পনা না থাকায় সিঁড়িও ছিল না। হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়েই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেনাকর্মীদের আতিথেয়তায় ভুলে যান তিনি।

Mamata Banerjee : ‘খবর আছে, BSF ভোটের আগে ভয় দেখাবে’, কোচবিহারে বিস্ফোরক মমতা

মুগ্ধ ও আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিয়োতে তাদের ধন্যবাদও জানান। বলেন, ‘ আজ আমাদের বিমানকে এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছিল। তারপর সেনা আমার ও আমার টিমের পুরো খেয়াল রেখেছে। আমি এটা কোনওভাবেই ভুলব না। সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, মাতৃভূমির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তারা। দেশের জন্য আত্মবলিদান দিতে পিছপা হন না কেউই। ওদের সবাইকে সেলাম।’ এদিন এয়ারবেসে জরুরি অবতরণের পর আহত মুখ্যমন্ত্রীর প্রাথমিক শুশ্রুষা সহ আপ্যায়নেরও ব্যবস্থা করেন সেনা কর্মীরা। চা থেকে স্ন্যাকসের ছিল আয়োজন। প্রশাসনের তরফে সড়কপথে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা হওয়া অবধি মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাঁরা আলাপ আলোচনা সারছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *