গত পঞ্চায়েত ভোটে এই বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন বর্তমান BJP-র প্রার্থী সুরজিৎ দাসের আপন পিসিমা মঙ্গলা সাউ। এই বছর ওই বুথে তাঁর স্বামী সজল সাউ দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। গত পাঁচ বছর এই বুথে শাসক দলের লাগামছাড়া দুর্নীতি নিজে চোখে দেখেছেন বর্তমান BJP-র প্রার্থী সুরজিৎ দাস, এমনই দাবি তাঁর।
এই বিষয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে নিজের পিসেমশাইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে পিসেমশাইয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে তাঁরই বিরুদ্ধে BJP-র প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। আশা করছি জয় আমারই হবে”।
BJP-র প্রার্থী হিসেবে তৃণমূলের দিকে দুর্নীতির আঙুল তোলায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজল সাউ বলেছেন, “আমাদের দলের কিছু মানুষ অসৎ, তাই আমাদেরকে মানুষ খারাপ চোখে দেখছেন। সব মানুষ খারাপ নয়। দিদির উন্নয়ন এলাকার মানুষ চোখে দেখেছেন। তাই তাঁরা BJP কে হারাবেন। তাতে সম্পর্কের কোনও অবনতি হবে না”।
অন্যদিকে পিসেমশাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তাঁর বিরুদ্ধে লড়াই নেমে সুরজিৎ বলেছেন, “পিসিমশাইয়ের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হবে না। তবে রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নই আমি। যেহেতু আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে”।
অন্যদিকে পিসেমশাই ভাইপোর এই লড়াইয়ের মাঝে ঘোলা জলে মাছ ধরতে মাঠে নেমে পড়েছেন CPIM প্রার্থী জিয়াউল কাজী। তিনি বলেছেন, “রাজ্যের পিসি ভাইপো যেমন দেখছি, এখানেও পিসি পিসেমশাই ভাইপোর সেই রকম জোট আছে।
পাঁচ বছর পিসি খেয়েছে, আর এবার পাঁচ বছর ভাইপোকে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু সেটা হবে না। মানুষ CPIM কে ভোট দেবেন এবার। আমরা পরিষ্কার বুঝতে পারছি, জায়গায় জায়গায় আবার বামেদের পক্ষে জনসমর্থন ফিরে আসছে। তাই এবার জয় হবে আমাদেরই”।