Panchayat Election 2023 : জমি ছাড়তে নারাজ! রায়দিঘিতে তৃণমূল পিসেমশাই-BJP ভাইপোর জোর টক্কর – in raidighi booth number 194 the trinamool candidate is uncle and bjp candidate is nephew election23


West Bengal Panchayat Polls : পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফের ভোটের লড়াই দেখা যাচ্ছে পরিবারের মধ্যে। রায়দিঘিতে ১৯৪ নম্বর বুথে একদিকে তৃণমূল প্রার্থী পিসেমশাই, অন্যদিকে BJP-র প্রার্থী তাঁরই শ্যালকের ছেলে। আর একে কেন্দ্র করেই লড়াই জমে উঠেছে। এ যেন প্রবীণের সঙ্গে নবীনের লড়াই। পিসেমশাইয়ের সঙ্গে লড়ছেন তাঁর শ্যালকের ছেলে। এমনই ছবি দেখা গেল রায়দিঘি বিধানসভার রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার ১৯৪ নং বুথে। সেখানে এবার পিসেমশাই ও ভাইপোর লড়াই জমে উঠেছে। আর এই লড়াইতে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

Panchayat Election 2023 : ঘরে খাতির বাইরে লড়াই! রায়দিঘিতে BJP শ্বশুর এবং তৃণমূল জামাইয়ে জোর টক্কর
গত পঞ্চায়েত ভোটে এই বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন বর্তমান BJP-র প্রার্থী সুরজিৎ দাসের আপন পিসিমা মঙ্গলা সাউ। এই বছর ওই বুথে তাঁর স্বামী সজল সাউ দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। গত পাঁচ বছর এই বুথে শাসক দলের লাগামছাড়া দুর্নীতি নিজে চোখে দেখেছেন বর্তমান BJP-র প্রার্থী সুরজিৎ দাস, এমনই দাবি তাঁর।

West Bengal Election 2023 : একই পরিবার থেকে শাসক-বিরোধী প্রার্থী! আলিপুরদুয়ারে ২ ভাইয়ের জোর লড়াই
এই বিষয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে নিজের পিসেমশাইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে পিসেমশাইয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে তাঁরই বিরুদ্ধে BJP-র প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। আশা করছি জয় আমারই হবে”।

West Bengal Panchayat Election 2023 : গ্রাম দখলের লড়াই জারি চাঁচলে, রাতের অন্ধকারে BJP-র পোস্টার ছেঁড়ার অভিযোগ
BJP-র প্রার্থী হিসেবে তৃণমূলের দিকে দুর্নীতির আঙুল তোলায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজল সাউ বলেছেন, “আমাদের দলের কিছু মানুষ অসৎ, তাই আমাদেরকে মানুষ খারাপ চোখে দেখছেন। সব মানুষ খারাপ নয়। দিদির উন্নয়ন এলাকার মানুষ চোখে দেখেছেন। তাই তাঁরা BJP কে হারাবেন। তাতে সম্পর্কের কোনও অবনতি হবে না”।

Panchayat Election 2023 : ২ ফুলে ২ জা! চন্দ্রকোণায় জমে উঠছে নির্বাচনী লড়াই
অন্যদিকে পিসেমশাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তাঁর বিরুদ্ধে লড়াই নেমে সুরজিৎ বলেছেন, “পিসিমশাইয়ের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হবে না। তবে রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নই আমি। যেহেতু আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে”।

West Bengal Election 2023 : প্রচারে দেওয়াল লিখনে বাধা! প্রার্থী পদ তুলতে হুমকি, আতঙ্কে ব্যারাকপুরের BJP প্রার্থী
অন্যদিকে পিসেমশাই ভাইপোর এই লড়াইয়ের মাঝে ঘোলা জলে মাছ ধরতে মাঠে নেমে পড়েছেন CPIM প্রার্থী জিয়াউল কাজী। তিনি বলেছেন, “রাজ্যের পিসি ভাইপো যেমন দেখছি, এখানেও পিসি পিসেমশাই ভাইপোর সেই রকম জোট আছে।

পাঁচ বছর পিসি খেয়েছে, আর এবার পাঁচ বছর ভাইপোকে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু সেটা হবে না। মানুষ CPIM কে ভোট দেবেন এবার। আমরা পরিষ্কার বুঝতে পারছি, জায়গায় জায়গায় আবার বামেদের পক্ষে জনসমর্থন ফিরে আসছে। তাই এবার জয় হবে আমাদেরই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *