Panchayat Election 2023 : বিশেষ চাহিদা সম্পন্ন চুমকি তৃণমূলের প্রার্থী, হিলিতে এবার বড় চমক


Panchayat Election 23 : উচ্চতা কম হলেও স্বপ্ন আকাশছোঁয়া। রাজনৈতিক বৃত্তে ঢুকে মানুষের জন্য কিছু করতে চান দক্ষিণ দিনাজপুরের চুমকি ঘোষ। ভোটের ময়দানে লড়াইয়ের জন্য এ বছর পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল চিহ্ন বেছে নিয়েছেন তিনি। ‘দিদি’র আদর্শকে পাথেয় করে তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন বিশেষভাবে সক্ষম চুমকি।

Panchayat Nirbachan 2023 : অঞ্চল সভাপতির পদের বদলে ১০ লাখ! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল তৃণমূলের অন্দরে
দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন চুমকি ঘোষ। বয়স মাত্র ২৩। বলাই যায়, তরুণী হিলি থানার কনিষ্ঠ প্রার্থী। তবে রাজনীতির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। হিলি গভর্নমেন্ট কলেজের শেষ বর্ষের ছাত্রী চুমকি। তাঁর বাবা চঞ্চল ঘোষ স্থানীয় হাটের একজন ছোট ব্যবসায়ী। সংসারের দায়িত্ব সামলাচ্ছেন মা চিত্রা ঘোষ।

CPIM West Bengal : &amp#39;টুম্পা সোনা&amp#39;র পর &amp#39;বারান্দায় রোদ্দুর&amp#39;! প্যারোডি গানে তৃণমূল-বিজেপিকে সুরেলা খোঁচা বামেদের
চকমোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার জন্য তরুণীর উচ্চতা মেরেকেটে ২ ফুট। তবে সেই বাধাকে জয় করেই চলছে পঠন-পাঠন। পড়াশোনার পাশাপাশি নিজের গ্রামের মানুষগুলোর জন্য কিছু করার তাগিদে রাজনীতিতে নামেন চুমকি। পাশাপাশি চলছে চাকরির খোঁজও। তবে ভোট দাঁড়িয়ে সমাজ সেবায় ব্রতী হতে চাইছে বিশেষভাবে সক্ষম এই তরুণী।

WB Panchayat Election 2023 : পুরুলিয়ায় TMC নেতা খুনের ঘটনায় গ্রেফতার ২, পুলিশের জালে কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী
প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি৷ নির্বাচনের আগে ব্যস্ততা তুঙ্গে। দুপুরে কিছুটা বিশ্রাম নিয়ে আবার বিকেলে প্রচারে বেরোচ্ছেন ওই তরুণী। পরিবারের তরফে সবসময় পাশে পাচ্ছেন মা-বাবাকে। নির্বাচনি প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই যদিও পঠন-পাঠনে প্রভাব পড়ছে। তবুও সময় করে পড়তে বসছে চুমকি। খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করে নিচ্ছেন তিনি।

Panchayat Election 2023 : ‘কাদা পেরিয়ে স্কুলে যেতাম’, উন্নয়নই লক্ষ্য কনিষ্ঠ সিপিএম প্রার্থীর

চুমকি বলেন, ‘আমি এ বছরই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশা করছি, আমাকে সবাই সহযোগিতা করবে। তাঁদের সাহায্য পেলে আমি আমার সাধ্যমতো কাজ করতে পারব মানুষের জন্য।’ চুমকি জানায়, শারীরিক অক্ষমতা থাকা সত্বেও তাঁর স্বপ্ন রয়েছে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে সাহায্য করার। সেই চিন্তাভাবনা নিয়েই এগোচ্ছেন তিনি।
চুমকির প্রচার পর্বে সাহায্য করছে তাঁর পরিবারের সদস্যরাও। চুমকির মা চিত্রা দেবী বলেন, “আমরা আশা করি, ও মানুষের জন্য ভালো কাজ করতে পারবে, আমাদের সমর্থন সব সময় ওর পাশে রয়েছে।” এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁরাও চুমকির এই সিদ্ধান্তে খুব খুশি। পাড়ার মেয়ের সাহায্যে এগিয়ে এসেছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *