Panchayat Election 2023 : হাসনাবাদে তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে CPIM কর্মীদের মারধর! জখম ৩ – cpim workers beaten for allegedly torn trinamool congress festoon in hasnabad election23


Uttar 24 Pargana : শাসকদলের ফেস্টুন ব্যানার পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল CPIM-এর বিরুদ্ধে। পালটা CPIM-এর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়েছেন তিনজন CPIM কর্মী। তৃণমূল ও CPIM-এর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগে সরগরম হাসনাবাদ এলাকা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমদানি গ্রাম পঞ্চায়েতের আমলানি ২৭৩ নম্বর বুথের ঘটনা। এদিন তৃণমূলের ফেস্টুন ব্যানার খুলে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে CPIM-এর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে CPIM।

Panchayat Eelection 2023 : টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ CPIM-এর বিরুদ্ধে! জুতোপেটা করার নিদান গ্রামবাসীদের
এরপরই পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে CPIM কর্মী সমর্থকরা দলীয় প্রচারের জন্য তাদের ফ্ল্যাগ হোস্টিং লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা এসে তাঁদের বাধা দেয় ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে CPIM কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে জানা গিয়েছে।

তিনজন CPIM কর্মী গুরুতর জখম হন। তার মধ্যে দুজনকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে।

CPIM West Bengal : সময় পেরিয়ে গেলেও জোরপূর্বক CPIM প্রার্থীর মনোনয়ন তুলিয়ে দেওয়ার অভিযোগ, আউশগ্রামে কাঠগড়ায় TMC
আক্রান্ত CPIM কর্মীদের নাম মহিউদ্দিন গাজী, কালাম গাজী, বাবু গাজী। পাশাপাশি অভিযোগের তীর তৃণমূলের দুই কর্মীর বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন রাজ্জাক গাইন ও এবাদত গাজী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উত্তর ২৪ পরগনা এসসি ওবিসি সেলের তৃণমূলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল।

এই বিষয়ে তিনি বলেন, “আমাদের সংগঠন ওখানে শক্তিশালী। যারা করেছে তাঁরা তৃণমূলের কেউ নয়। CPIM নিজেরা এসব কাণ্ড করে আমাদের দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। প্রশাসন তদন্ত করে দেখুক।”

West Bengal Panchayat Election 2023 : গ্রাম দখলের লড়াই জারি চাঁচলে, রাতের অন্ধকারে BJP-র পোস্টার ছেঁড়ার অভিযোগ
পাশাপাশি তিনি দাবি করেন, আমলানি গ্রাম পঞ্চায়েতের আমলানি গ্রামে তাঁদের দলীয় পতাকা ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে CPIM। এদিকে, স্থানীয় এক CPIM নেতা বলেছেন, “পূর্বপরিকল্পিতভাবে আমাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল। প্রথমে আমাদের ওপর মিথ্যে অভিযোগ করা হয় যে CPIM কর্মীরা তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। তারপর সেই কারণ দেখিয়ে মারধর করা হয়। এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব।”

আর এভাবেই হাসনাবাদে CPIM তৃণমূলের অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। আর এই ঘটনাকে ঘিরে পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *