Paschim Medinipur : নাবালিকাকে ধর্ষণে ধৃত অধ্যাপক – a former professor of vidyasagar university has been arrested on charges of raping a minor


এই সময়, মেদিনীপুর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। ধৃত অধ্যাপক বর্তমানে শিলচর বিশ্ববিদ্যালয়ে কর্মরত। রবিবার বিকেলে তাঁর বাড়ির সামনে খেলতে এসেছিল ৯ বছরের মেয়েটি। ওই অধ্যাপক সেই সময় তাকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। জানাজানি হলে মেরে ফেলার হুমকিও দেয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে সোমবার আদালতে তোলা হলে বিচারক দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Uttar Pradesh News : নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন! ২ অবসরপ্রাপ্ত শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড উত্তরপ্রদেশে
মেদিনীপুর পকসো কোর্টের সরকারি আইনজীবি স্বর্ণেন্দু পারিয়াল ও গৌতম মল্লিক বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়েছে। পকসো আইনের ৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।’ সূত্রের খবর, অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। মাস তিনেক আগে শিলচর বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তিন দিন আগে মেদিনীপুরে এসেছিলেন নিজের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যাওয়ার জন্য।

Crime against Minor Girl : নাবালিকার গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল! গুণধরকে কঠিন সাজা শোনাল আদালত
রবিবার বেশ কিছু জিনিসপত্র পাঠিয়েও দেন তিনি। ওই দিন বিকেলে তাঁর বাড়ির সামনে খেলতে আসা এক নাবালিকাকে ডেকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার কথা জানালে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন তিনি। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নাবালিকা বাড়ি গিয়ে তার মাকে সমস্ত ঘটনা জানায়। পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে রাতেই তাকে গ্রেপ্তার করে মেদিনীপুর মহিলা থানার পুলিশ। সোমবার মেদিনীপুর পকসো আদালতে তোলা হয়। বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Uttar Pradesh : ধর্ষণের মামলা তুলতে চাপ যোগী পুলিশের, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দলিত নাবালিকার!
ঘটনায় নিন্দার ঝড় অভিযুক্তের প্রাক্তন কর্মস্থল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্দরে। ঘটনার কথা স্বীকার করলেও, কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘উপর দিকে থুতু ছুড়লে নিজেদের গায়েই পড়বে। নিন্দা জানানোর ভাষা নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *