Srinu Naidu Murder Case Mafia Don Basab Rambabu Acquits From Medinipur Court – শ্রীনু হত্যায় বেকসুর খালাস রামবাবু, খড়গপুরের সেই শ্যুটআউট হার মানাবে বলিউডকেও


রেল শহরের‘ডন’ শ্রীনু নাইডুকে খুনের ঘটনায় বেকসুর খালাস পেলেন খড়গপুরের এক সময়ের ‘ত্রাস’ বাসব রামবাবু। শ্রীনু নাইডু খুনের বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল ইতিমধ্যেই। মঙ্গলবার ছিল রায়দান, সেখানেই চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ১৩ জনকেই বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন। রায় নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে শ্রীনু নাইডুর পরিবারও।

শ্রীনু নাইডু হত্যা

২০১৭ সালের ১১ জানুয়ারি বিকেলে খড়গপুরের নিউ সেটেলমেন্ট এলাকায় ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শ্রীনু। হত্যা করা হয় তাঁর এক সহযোগীকেও। গুলিতে ঝাঁঝড়া করে দেওয়া হয় তাঁকে। ঘটনায় জড়িত সন্দেহে ওই বছরই ২৮ শে ফেব্রুয়ারি অন্ধপ্রদেশের তানুকা থেকে গ্রেফতার করা হয় বাসব রামবাবুকে। ঘটনার ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা পড়ে মেদিনীপুর আদালতে। খড়গপুরের রেল মাফিয়া বাসব রামবাবু সহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এই মামলায়।

Acid Attack on Woman : মহিলার উপর অ্যাসিড হামলা মেদিনীপুরে, হাসপাতালে আক্রান্তের সঙ্গে দেখা করলেন মন্ত্রী

কে এই শ্রীনু এবং বাসব রামবাবু?

মিনি ইন্ডিয়া খড়গপুরে রেলের স্ক্র্যাপ হাতিয়ে বিক্রি করা, সেখান থেকে গুন্ডা ট্যাক্স নিয়ে একটা সময় মাফিয়ারাজ চলত। গৌতম চৌবে, রামবাবু, শ্রীনু নাইডু এই নামগুলি এসেছে সেই সূত্র ধরেই। এক সময় দুই মাফিয়া শ্রীনু ও রামবাবুর ঘনিষ্টতা ছিল। তবে তা বেশি দিন টেকেনি। জিটি-র রফা নিয়ে বিবাদ শুরু হয়। এক সময় তৃণমূল নেতাদের সঙ্গেও ঘনিষ্টতা ছিল শ্রীনুর। কিন্তু জিটি নিয়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাঁর। এদিকে গৌতম চৌবেকে খুনের অভিযোগে জেল খাটে বাসব রামবাবু। যে রামবাবুর নামে একসময় খড়গপুরের মানুষ ভয়ে ঠান্ডা হয়ে যেতেন, সেই রামবাবু শারীরিক কারণেও ধীরে ধীরে নুইয়ে পড়তে থাকেন। তারমধ্যেই খুন হন শ্রীনু। অভিযোগ, শ্রীনুর দাপট কমাতেই বাসব রামবাবু এই হত্যা করেছিলেন। তাৎপর্যপূর্ণ হল, এই ঘটনায় শ্রীনুর মৃত্যু, রামবাবুর জেল এমনকী খড়গপুরের উঠতি ‘ডন’ও কয়েকজন জেলে যায়। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে মাফিয়ারাজে ইতি পড়ে খড়গপুরে।

Kharagpur Rail Accident : খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, আতঙ্কে যাত্রীরা

শ্রীনু খুনে বাসব রামবাবুর যোগ
পুলিশের দাবি ছিল, খড়গপুরের ‘ডন’ শ্রীনু নাইডুকে খুনের ছ’মাস আগে বিশাখাপত্তনমে পরিকল্পনার প্রথম দিনে বাসবরাম বাবু যেমন হাজির ছিলেন, তেমনই খুনের শেষ মুহূর্তেও খড়গপুরে ছিলেন একদা রেল শহরের ত্রাস বাসব রামবাবু। রেল শহরের কোনও একটি জায়গায় বসে সব কিছু নজর রেখেছিলেন, প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন তিনি। শ্রীনু নাইডু ও তাঁর স্ত্রী পূজা নাইডু রামবাবু যে তাঁদের ক্ষতি করতে পারে সেই আশঙ্কায় খুনের দিন সাতেক আগে থানায় জেনারেল ডায়েরিও করে।

Atiq Ahmed : আতিকের পরিত্যক্ত অফিসে কার রক্তের ছোপ?

শ্রীনু হত্যায় বিশেষভাবে নিয়োজিত সরকারপক্ষের আইনজীবী সমরকুমার নায়েক বলেন, ‘এই কেসে যা তথ্য প্রমাণ রয়েছে, তাতে কারও ছাড়া পাওয়া উচিত নয়। ‘বেনিফিট অফ ডাউটে’ সবাইকে খালাস করেছে আদালত। আমরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাব।’ রায় নিয়ে অখুশি শ্রীনুর স্ত্রী পূজা নাইডুও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *