West Bengal Panchayat Election 2023 : শালবনিতে জমে উঠেছে দুই জা’য়ের নির্বাচনী-যুদ্ধ – two candidates from shalbani in medinipur one on trinamool ticket and the other on bjp ticket election 23


এই সময়, শালবনি: তাঁরা সম্পর্কে দুই জা। থাকেন মেদিনীপুরের শালবনিতে। তবে আলাদা বাড়িতে। দু’জনেই ভোটে দাঁড়িয়েছেন। জেলা পরিষদে। উষা কুণ্ডু লড়ছেন তৃণমূলের টিকিটে। আর চন্দনা কুণ্ডু লড়ছেন বিজেপির টিকিটে। আগেও দু’জনে লড়েছেন বটে, তবে একে অপরের বিরুদ্ধে নয়। ২০১৮ সালে পঞ্চায়েত সমিতির ভিন্ন ভিন্ন আসনে।

Panchayat Election 2023 : কে হবেন দলীয় প্রার্থী? দড়ি টানাটানি স্বামী-স্ত্রীর
তৃণমূল প্রার্থী উষার স্বামী লোচন কুণ্ডু এক সময়ে কর্ণগড় গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রধান ছিলেন। সম্পর্কের অবনতি হলে ঝাড়খণ্ড পার্টিতে নাম লেখান। পরে তৃণমূলে যোগ দেন। ২০১৩ সালে লোচন কুণ্ডু মারা যান। তারপরে রাজনীতিতে আসেন উষা। তৃণমূলের টিকিটে শালবনি এলাকা থেকে জেলা পরিষদের আসনে জয়ী হন তিনি। ২০১৮ সালে পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ হন।

Panchayat Polls In West Bengal : টাকার বিনিময়ে টিকিট! খোদ তৃণমূল বিধায়কের মেয়েই নির্দল প্রার্থী!
২০২৩ সালে দল ফের তাঁকে জেলা পরিষদের আসনে প্রার্থী করেছে। তুলনায় রাজনীতিতে নবীন চন্দনা। তিনি বা তাঁর স্বামী ভাগবত কুণ্ডু কোনওদিন রাজনীতি করেননি। হঠাৎ করে ২০১৫ সালে স্থানীয় সমবায় সমিতির নির্বাচনের মধ্যে দিয়ে তাঁর হাতেখড়ি। পরে ২০১৮ সালে পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ বার জেলা পরিষদের আসনে প্রার্থী হয়েছেন তিনি। প্রধান প্রতিপক্ষ জা উষা। তবে দু’জনেই জয়ের ব্যাপারে আশাবাদী।

Panchayat Election in West Bengal : সুশান্ত ঘোষের বুথ বেনাচাপড়ায় প্রার্থী দিতে পারল না CPIM,ব্যাখাও দিলেন প্রাক্তন মন্ত্রী
উষা বলেন, ‘ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য পরিবারে কোনও প্রভাব পড়বে না। আমরা যে যার মতো রাজনীতি করি। কারও কোনও সমস্যা নেই।’ চন্দনা বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে মানুষ শুধু প্রতীক দেখে ভোট দেবেন না, প্রার্থী এবং তাঁর ব্যবহারও দেখবেন। যিনি তৃণমূলের প্রার্থী এতদিন তাঁর ব্যবহার, কাজ দেখেছেন। মানুষ আমার সঙ্গে আছে। নির্বাচনেও জিতব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *