Bhuban Badyakar Kancha Badam : পেটের টানে করবেন কাঁচা বাদাম বিক্রি? মুখ খুললেন ভুবন – bhuban badyakar says he will not sell kancha badam any more


‘কাঁচা বাদাম’ গেয়ে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন ভুবন বাদ্যকর। রাতারাতি বাদাম বিক্রেতা থেকে সেলিব্রিটি হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু, ধীরে ধীরে থিতু হচ্ছে ভাইরাল ক্রেজ। পাশাপাশি একাধিক বিতর্কেও নাম জড়িয়েছে ভুবনের। বিশাল অট্টালিকা তৈরি করেছিলেন ভুবন। কিন্তু, আপাতত তাঁর গানের কপি রাইটও থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ফলে অর্থকষ্টে ভুগছেন তিনি।

এই পরিস্থিতিতে কি ফের একবার বাদাম বিক্রি শুরু করবেন ভুবন বাদ্যকর? শোনা যাচ্ছিল এমনটাই। কিন্তু, এই যাবতীয় দাবি খারিজ করে দিলেন ভুবন বাদ্যকার স্বয়ং।

Ranu Mondal Net Worth: কখনও কনের সাজে, কখনও রোম্যান্সে মেতে! রিল তৈরি করে কত রোজগার রানু মণ্ডলের?
তিনি এই সময় ডিজিটাল-কে বলেন, “আমি আর বাদাম বিক্রি করব না। গানের সঙ্গেই যুক্ত থাকতে চাই। বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি। ফলে আমার বাদাম বিক্রি করার কোনও প্রশ্নই ওঠে না।” বীরভূমে পেল্লাই বাড়ি তৈরি করছিলেন ভুবন বাদ্যকর

যদিও সেই বাড়ি ছেড়ে তাঁরা ভাড়ার বাড়িতে উঠেছিলেন। যদিও আপাতত নিজের বাড়িতে ফিরে গিয়েছেন ভুবন। ‘বাদামকাকু’ নিজের কেনা সাধের গাড়িও বিক্রি করে দিয়েছিলেন, সামনে এসেছিল এমনই তথ্য। যদিও গাড়ি বিক্রির নেপথ্য কারণ খোলসা করেছেন ভুবন।

Viral Video: লোকাল ট্রেনে দিব্যি ফুচকা বিক্রি, খাওয়ার জন্য লাইন যাত্রীদের! ভিডিয়ো দেখে তাজ্জব নেটপাড়া
তিনি বলেন, “আমি নতুন গাড়ি কিনব ভেবেছি। আর সেই কারণেই আমি পুরনো গাড়িটা বিক্রি করে দিয়েছি। তবে কোন গাড়ি কিনব, তা এখনও ঠিক করিনি।” উল্লেখ্য, পাড়ায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। আর সেই সময় তিনি ফেঁদে বসেন একটি গানও। সেই গানটিই রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভুবন বাদ্যকরের গানের ছন্দে কোমর দোলাতে দেখা যায় আট থেকে আশিকে। বিভিন্ন অনুষ্ঠানেও ডাক পড়তে শুরু করে তাঁর। কিন্তু, অল্প দিনেই সেই খ্যাতি ফুরিয়ে আসে। পাশাপাশি যে গানের জন্য ভাইরাল হয়েছিলেন ভুবন কপিরাইটের জন্য সেই গানও গাইতে পারছেন না তিনি। ফলে বেজায় বিপাকে পড়েছিলেন তিনি।

যাত্রার মঞ্চে ভুবন বাদ্যকর

Viral Video: বাংলার ‘কাঁচা বাদাম’ গানে চুটিয়ে নাচ পাকিস্তানের খুদের! মুগ্ধ হয়ে দেখল নেটপাড়া, রইল ভিডিয়ো
শোনা যাচ্ছিল, বাড়িতেই বাদাম বিক্রি শুরু করতে চলেছেন ভুবন। যদিও তিনি সেই দাবি নাকচ করে দিয়েছেন। উল্লেখ্য, ভুবন বাদ্যকরের পাশাপাশি এভাবেই লাইমলাইটে এসেছিলেন রানু মণ্ডল। যদিও তিনি বর্তমানে একপ্রকার হারিয়ে গিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটারের সঙ্গে রিল ভিডিয়োতে দেখা যায় রানুকে।

Digha Tour : ‘চল দিঘা, রাতে তোমার সঙ্গে…’, গৃহবধূর সঙ্গে তৃণমূল নেতার ‘দুষ্টু ফোনালাপ’ ভাইরাল!
হিমেশ রেশমিয়ার সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর অবশ্য বড় কোনও ব্রেক পাননি রানুও। সেক্ষেত্রে কি ভুবনও একইভাবে হারিয়ে যাবেন? উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *