এই পরিস্থিতিতে কি ফের একবার বাদাম বিক্রি শুরু করবেন ভুবন বাদ্যকর? শোনা যাচ্ছিল এমনটাই। কিন্তু, এই যাবতীয় দাবি খারিজ করে দিলেন ভুবন বাদ্যকার স্বয়ং।
তিনি এই সময় ডিজিটাল-কে বলেন, “আমি আর বাদাম বিক্রি করব না। গানের সঙ্গেই যুক্ত থাকতে চাই। বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি। ফলে আমার বাদাম বিক্রি করার কোনও প্রশ্নই ওঠে না।” বীরভূমে পেল্লাই বাড়ি তৈরি করছিলেন ভুবন বাদ্যকর।
যদিও সেই বাড়ি ছেড়ে তাঁরা ভাড়ার বাড়িতে উঠেছিলেন। যদিও আপাতত নিজের বাড়িতে ফিরে গিয়েছেন ভুবন। ‘বাদামকাকু’ নিজের কেনা সাধের গাড়িও বিক্রি করে দিয়েছিলেন, সামনে এসেছিল এমনই তথ্য। যদিও গাড়ি বিক্রির নেপথ্য কারণ খোলসা করেছেন ভুবন।
তিনি বলেন, “আমি নতুন গাড়ি কিনব ভেবেছি। আর সেই কারণেই আমি পুরনো গাড়িটা বিক্রি করে দিয়েছি। তবে কোন গাড়ি কিনব, তা এখনও ঠিক করিনি।” উল্লেখ্য, পাড়ায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। আর সেই সময় তিনি ফেঁদে বসেন একটি গানও। সেই গানটিই রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভুবন বাদ্যকরের গানের ছন্দে কোমর দোলাতে দেখা যায় আট থেকে আশিকে। বিভিন্ন অনুষ্ঠানেও ডাক পড়তে শুরু করে তাঁর। কিন্তু, অল্প দিনেই সেই খ্যাতি ফুরিয়ে আসে। পাশাপাশি যে গানের জন্য ভাইরাল হয়েছিলেন ভুবন কপিরাইটের জন্য সেই গানও গাইতে পারছেন না তিনি। ফলে বেজায় বিপাকে পড়েছিলেন তিনি।
শোনা যাচ্ছিল, বাড়িতেই বাদাম বিক্রি শুরু করতে চলেছেন ভুবন। যদিও তিনি সেই দাবি নাকচ করে দিয়েছেন। উল্লেখ্য, ভুবন বাদ্যকরের পাশাপাশি এভাবেই লাইমলাইটে এসেছিলেন রানু মণ্ডল। যদিও তিনি বর্তমানে একপ্রকার হারিয়ে গিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটারের সঙ্গে রিল ভিডিয়োতে দেখা যায় রানুকে।
হিমেশ রেশমিয়ার সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর অবশ্য বড় কোনও ব্রেক পাননি রানুও। সেক্ষেত্রে কি ভুবনও একইভাবে হারিয়ে যাবেন? উঠছে প্রশ্ন।