Calcutta High Court : এজলাসে বসেই নিজের স্মার্টফোনে QR Code স্ক্যান! জয়েন্ট পরীক্ষার্থীর জালিয়াতি হাতেনাতে ধরলেন বিচারপতি – calcutta high court justice kausik chanda caught a fraud of joint entrance examination student by scanning qr code


র‌্যাঙ্ক নিয়ে সমস্যা! আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছাত্র। কিন্তু, এরপর যে তথ্য সামনে উঠে এল তাতে কার্যত চোখ ছানাবড়া বিচারপতিরও।

এজলাসে বসেই নিজেই স্মার্টফোনে QR Code স্ক্যান করে জয়েন্ট পরীক্ষার্থীর জালিয়াতি ধরলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। কোনও রকম ধন্দ কাটাতে তিনি নিজের ও আইনজীবীর মোট দুটি ফোনে স্ক্যান করলেন QR Code। আর এতেই তাঁর হাতে উঠে এসেছে বিষ্ময়কর তথ্য।

NEET UG : নিট-ইউজিতে ক্রমশই কমছে বাংলা মাধ্যমের পরীক্ষার্থীর হার
ঠিক কী নিয়ে মামলা?
চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন অজয় (নাম পরিবর্তিত)। তাঁর দাবি ছিল, যখন তিনি প্রথম ওয়েবসাইটে নিজের র‌্যাঙ্ক দেখেছিলেন সেই সময় তাঁর GMR বা জেনারেল মেরিট র‌্যাঙ্ক ছিল ১৬ এবং PMR বা ফার্মাসি মেরিট র‌্যাঙ্ক ছিল ২৪১।

কিন্তু, দ্বিতীয়বার স্ক্যান করার ক্ষেত্রেই ঘটে যায় বিপত্তি। অজয় দ্বিতীয়বার র‌্যাঙ্ক পরীক্ষা করার পর জানতে পারেন তাঁর GMR বা জেনারেল মেরিট র‌্যাঙ্ক হয়েছে ১৪৩৯ এবং PMR বা ফার্মাসি মেরিট র‌্যাঙ্ক হয়েছে ৩২৮৫। এরপরেই আদালতের দ্বারস্থ হন অজয়।

Calcutta High Court : উলুবেড়িয়ার BDO-র বিরুদ্ধে CBI তদন্ত! বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের
পড়ুয়ার এই যাবতীয় অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়েই শোনেন বিচারপতি। এমনকী, এই ঘটনার তদন্তভার CBI-কে দেওয়া হবে কিনা তা নিয়েও বিচার চলছিল। কিন্তু, সেই সময়ই উত্তরপত্রে থাকা QR Code প্রসঙ্গ উত্থাপন করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী। দেখা যায়, দ্বিতীয়বার যে র‌্যাঙ্ক পরীক্ষার্থী দেখেছেন তা সঠিক।

Calcutta High Court : BDO-কে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানোর দাবি, মামলা দায়েরের অনুমতি বিচারপতি সিনহার
এরপর পরীক্ষার্থীকেই পালটা প্রশ্নোত্তর শুরু করেন বিচারপতি। বিচারপতি চন্দের প্রশ্নের মুখে ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী।অজয় স্বীকার করে নেন যে তিনি র‌্যাঙ্ক সংক্রান্ত ডাউনলোডেড নথি জালিয়াতি করেছেন। তাঁর এই স্বীকারোক্তিতে কার্যত হতভম্ব হয়ে যান বিচারপতি চন্দ। তাঁর এই স্বীকারোক্তির পর যেহেতু মামলার আর কোনও যৌক্তিকতা ছিল না তাই মামলা খারিজ করে দেন বিচারপতি চন্দ।

যেহেতু অজয় এখনও ছাত্র তাই তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা বিরূপ প্রতিক্রিয়া গ্রহণ না করতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে অনুরোধ করেছেন বিচারপতি।

Calcutta High Court : CBI তদন্ত নয়! পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ
উল্লেখ্য, গত ২৬ মে প্রকাশিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। চলতি বছর জয়েন্ট হয়েছিল ৩০ এপ্রিল। চলতি বছর ২৬ দিনের মাথায় প্রকাশিত হয় জয়েন্টের ফলাফল। এই বছর মোট এক লাখ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে আসন রয়েছে প্রায় ৩৪ হাজারের কাছাকাছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *