Calcutta High Court : নন্দীগ্রামে ৫০ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ আদালতের


Panchayat Nirbachan : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, পদাধিকারীদের অনেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আদালতে। তবে তাঁদের বিরুদ্ধে নির্বাচনের মুখে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলা থাকার কারণে তদন্তের নামে তাঁদের হেনস্থা করার আশঙ্কায় আদালতে আবেদন জানিয়েছিলেন সকলে। মামলা চললেও কোনও পদক্ষেপ নয় বলে নির্দেশ বিচারপতি মান্থার।

Jitendra Tiwari : বিজেপির প্রচারে পাণ্ডবেশ্বর যেতে পারবেন জিতেন্দ্র, জামিনের শর্ত শিথিল আদালতের

নন্দীগ্রামের দুই ব্লকে বিজেপি প্রার্থী, এজেন্ট, পদাধিকারী, সমর্থক সব মিলিয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আদালতে। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের নামে যাতে তাঁদের কোনওভাবে হেনস্থা না করা হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। আদালত সূত্রে খবর, রাজ্য পুলিশ ও মামলাকারীরা পুরনো ও নতুন মিলিয়ে প্রায় ১৬ টি মামলার তালিকা আদালতের কাছে তুলে দেন।

West Bengal Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার অধিকার কারও নেই: কোর্ট
আবেদনকারীদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের মুখে এই মামলাগুলো সামনে রেখে তাঁদের হেনস্থা করা হতে পারে। বিচারপতি মান্থার নির্দেশ, তদন্ত চলতে পারে। কিন্তু এখনই কোনও পদক্ষেপ করা যাবে না আবেদনকারীদের বিরুদ্ধে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই নির্দেশ জারি রাখা হবে বলে জানিয়েছে উচ্চ আদালত।
প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগরের করপল্লীতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার একটি অভিযোগ ওঠে। এমনকি তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ করা হয়।

Calcutta High Court : BDO-কে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানোর দাবি, মামলা দায়েরের অনুমতি বিচারপতি সিনহার
সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা দেবাশিস দাস, স্বদেশ রঞ্জন অধিকারী, শ্যামাপদ মাইতি, কার্তিক বারিক, শ্রীকান্ত প্রামাণিক, শঙ্কর ভুঁইয়া, সঞ্জীব মণ্ডল,দীনবন্ধু মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল সহ একাধিক বিজেপি কর্ম কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই সব বিজেপি প্রার্থী, নেতাদের রক্ষাকবচ দিল আদালত।

Kunal Ghosh: ‘বিরোধীদের সুরে কথা বলছে হাইকোর্ট’, কটাক্ষ কুণাল ঘোষের

পঞ্চায়েত নির্বাচনে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হতে চলেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে গোটা বঙ্গবাসী। দুই যুযুধান দলই সর্বশক্তি দিয়ে এই এলাকার পঞ্চায়েত আসনগুলিতে নিজেদের ক্ষমতা বজায় রাখার চেষ্টা করবে। পঞ্চায়েত নির্বাচনের আগে আজকের হাইকোর্টের নির্দেশ গেরুয়া শিবিরের অনেকটাই স্বস্তি বাড়িয়ে দিল বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *