Chief Secretary Of West Bengal : আর ২ দিন পরেই অবসর হরিকৃষ্ণ দ্বিবেদীর, এক্সটেনশান না পেলে পরবর্তী মুখ্যসচিব কে? – harikrishna dwivedi may be retire from the post of chief secretary of west bengal on the day after tomorrow


আর মাত্র দু’দিন, তারপরেই অবসর নেবেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে ইতিমধ্যেই তাঁর এক্সটেনশনের জন্য কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে প্রায় এক মাস আগে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত সেই চিঠির কোনও উত্তর আসেনি। ফলে আদৌ মুখ্যসচিব এক্সটেনশন পাবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

CV Ananda Bose : কমিশনের তরফেই বৈঠকের প্রস্তাব এসেছে, রাজীব সিনহার সঙ্গে সাক্ষাতের আগে জানালেন রাজ্যপাল
যদিও নবান্ন অবশ্য আশাবাদী আজ এসে যাবে এক্সটেনশনের চিঠি। এর আগে পূর্বতন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশনের চিঠি অবসরের ১০ দিন আগেই এসে গিয়েছিল। যদিও তারপরেও প্ল্যান বি তৈরি করে রেখেছে নবান্ন। এক্ষেত্রে নবান্ন সূত্রে খবর, যদি এক্সটেনশান না দেওয়া হয় তাহলে মুখ্য সচিব হবে বি পি গোপালিকা। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব পদে রয়েছেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব হতে পারেন বিবেক কুমার। দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছে অর্থ সচিব মনোজ পন্থের নাম।

Mamata Banerjee Health Update: কপ্টার বিভ্রাটে কোমরে-পায়ে চোট, কলকাতায় ফিরেই এসএসকেএমে মমতা
মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীকে এক্সটেনশান দেওয়া না হলে তাঁকে করা হতে পারে মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আর সেক্ষেত্রে মনোজ পন্থ হতে পারেন স্বরাষ্ট্র সচিব। অন্যদিকে বর্তমান ভূমি সচিব স্মারকি মহাপাত্রকে করা হতে পারে অর্থ সচিব। তবে এখনও পর্যন্ত সবটাই জল্পনা। নবান্ন থেকে এই বিষয়ে এখনও কিছুই নির্দিষ্ট করে জানানো হয়নি।

Flat in Kolkata : ফ্ল্যাট কেনার সময় প্রতারণা ঠেকাতে বড় সিদ্ধান্ত নবান্নর, প্রোমোটারের কড়া শাস্তির নিদান
প্রসঙ্গত, ১৯৮৮ সালের আইপিএস হরিকৃষ্ণ দ্বিবেদী গত ২০২১ সালের জুন মাসে পূর্বসূরী আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ্য সচিব পদের দায়িত্বভার বুঝে নেন। কর্মজীবনে কিছু সময়ের জন্য ভারতীয় পররাষ্ট্র সেবার জন্য নির্বাচিত হলেও পরে আইএএস-এ স্থানান্তরিত হন। আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে ছিলেন। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর ছাড়াও, তিনি পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক, পরিকল্পনা ও পরিসংখ্যান এবং কর্মসূচি পর্যবেক্ষণ বিভাগের সচিবের দায়িত্বও পালন করেন। এর আগে একটানা ৯ বছর তিনি রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন। অর্থ দফতরে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করার দায়িত্বে ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী।

WB Panchayat Election : প্রাথমিক শিক্ষক-প্যারা টিচার-মেডিক্যাল অফিসারদের ভোটের কাজ থেকে অব্যাহতি, সিদ্ধান্ত
অন্যদিকে বি পি গোপালিকা বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে রয়েছেন। এর আগে প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মীবর্গ দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন তিনি। তবে যদি হরিকৃষ্ণ দ্বিবেদীকে এক্সটেনশান না দেওয়া হয়, তাহলে সেই জায়গায় দায়িত্ব পেতে পারেন তিনি। এখন দেখার শেষ পর্যন্ত হরিকৃষ্ণ দ্বিবেদীকে এক্সটেনসান দেয় কি না কেন্দ্রীয় সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *