Cooch Behar Gitaldaha Firing : ২৪ ঘণ্টার মধ্যে ফের গুলি গিতালদহে, TMC প্রার্থীর ভাইয়ের পেট ফুঁড়ে বেরিয়ে গেল বুলেট


অশান্তি থামছেই না কোচবিহারে গিতালদহে। ফের চলল গুলি। এবার গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই। আহতের নাম সাহিনুর হক। বর্তমনে চিকিৎসা চলছে। ঘটনায় মূলত অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিরোধীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Coochbehar Panchayat Election : মমতার সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোচবিহারে গুলি, নিহত তৃণমূল কর্মী
জানা গিয়েছে, বিয়েবাড়ি থেকে ফেরার সময় গুলি করা হয় সাহিনুর মিঞাকে। এই প্রসঙ্গে গুলিবিদ্ধ সাহিনুর বলেন, ‘আমি বিয়েবাড়ি গিয়েছিলাম, খাওয়াদাওয়া করে আসছিলাম, অন্ধকারের মধ্যে গুলি করেছে। একজন আছে বিজেপি, একজন আছে কংগ্রেস।’

West Bengal Panchayat Election : দিনহাটায় ভোররাতে গুলিতে নিহত TMC কর্মী, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের
এই ঘটনাতেও অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অনুগামীদের বিরুদ্ধে। আহতের ভাই রাজু হক বলছেন, ‘ও বিয়েবাড়ি গিয়েছিল। বিয়েবাড়ি থেকে আসার পথে ওকে দেখা মাত্রই গুলি করে।’ তাঁর অভিযোগ, গুলি করেছে নিশীথ প্রামাণিকের লোকেরা। মফিজুল হক ও বাবুল নামে দু’জন গুলি চালিয়েছে বলেও দাবি করেন আহতের ভাই।

West Bengal Election 2023 : নিশীথ গড়ে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ! প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ
রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘আমাদের প্রার্থী বিজলি খাতুনের ভাই সাহিনুর হক যখন বাড়ি ফিরছিলেন তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে তাঁর ওপর গুলি চালায়। গুলি পেটের পাশ দিয়ে লেগে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়। প্রচুর রক্তপাত হয়েছে। যেভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দিনহাটায় কখনও বিজেপি প্রার্থী, কখনও বিজেপি কর্মীদের টার্গেট করছে, আমরা চাই প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ-এর কোথাও একটা মদত রয়েছে কিংবা তারা কোথাও একটা সহায়তা করছে দুষ্কৃতীদের। বিএসএফ-এর এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কী করে দুষ্কৃতীরা দাপট দেখাচ্ছে? প্রশাসন বিষয়টিকে তৎপরতার সঙ্গে দেখুক। এবং বিএসএফ-এর ভূমিকাটাও দেখা উচিত। কারণ নিশীথ প্রামণিকের হাত ধরেই এই দুষ্কৃতীরা কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছে ও তারাই আজকে আক্রমণ শানিয়েছে।’

Udayan Guha : ‘বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হামলা করেছে…’, দিনহাটা কাণ্ডে বিস্ফোরক উদয়ন
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে নির্বাচনী সভা করার পর থেকেই একের পর এক হামলা হচ্ছে তৃণমূলের ওপরে। মঙ্গলবার ভোররাতে দিনহাটার এই গিতালদহেরই জারিধরলা গ্রামে সুরু হয় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ। চলে গুলিগোলা। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রেফার করা হয় কোচবিহারে। সেই ঘটনাতেও নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল। যদিও উভয় ক্ষেত্রেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পালটা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। তদন্ত চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *