Dakshin Dinajpur : বৃষ্টির মধ্যে ভিজে কাপড় তুলতে গিয়েই বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের – two family member lost life after electrocuted in dakshin dinajpur gangarampur


West Bengal Weather : রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। বেশ কিছু জায়গায় অঝোর ধারায় ঝরে চলেছে বৃষ্টি। আর এই বৃষ্টির কারণেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক পরিবারে। বৃষ্টির সময় কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের।

এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন মা। বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়া এলাকায়। মৃতদের নাম তপন বন্দ্যোপাধ্যায় (৭০) ও তন্ময় বন্দ্যোপাধ্যায় (৩০)। এদিকে গঙ্গারামপুর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন তন্ময়ের মা তাপসী বন্দ্যোপাধ্যায় (৫৫)।

Lightning Accident : বাজ পড়ে গোটা জেলায় ৪ জনের মৃত্যু, মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমানে
এদিকে এমন মর্মান্তিক খবর পেয়ে গঙ্গারামপুর হাসপাতালে আসে CPIM-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস সহ অন্যান্যরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, গঙ্গারামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ার বাসিন্দা তপন বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে বৃষ্টির সময় উঠোনে মেলে দেওয়া কাপড় তুলতে যান তিনি। উঠোনে কাপড় মেলবার লোহার তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটার ফলে তপনবাবু বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার ছেলে তন্ময়ও।

Malda Weather Update : মালদায় বজ্রপাতে মৃত ৭, অসুস্থ অবস্থায় হাসপাতালে ১০ পড়ুয়া
পরবর্তীতে স্বামী ও ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাপসী দেবী। এদিকে বাড়ি থেকে চিৎকার চেঁচামচি শুনতে পেয়ে পথ চলতি মানুষ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। সেই সঙ্গে তড়িঘড়ি তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে তাপসী দেবী গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। এদিন হাসপাতালে আহত তাপসী দেবীর সঙ্গে দেখা করেন CPIM-র জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস সহ অন্যান্যরা। স্থানীয় এলাকাবাসী আব্দুল বরকত আলি বলেন, ‘দুপুরে বৃষ্টির সময় হঠাৎ ওই বাড়ি থেকে চিৎকারের আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি ৩ জন আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি আমরা। দেখে বুঝতে পারলাম ঘটনাস্থলেই দুজন মারা গিয়েছেন।’

Jalpaiguri News : দলীয় বৈঠকে যেতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু CPIM কর্মীর, শোকের ছায়া ধূপগুড়িতে
আহত মহিলা তাপসী দেবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘বৃষ্টিতে লোহার তারের সঙ্গে যে বিদ্যুতের তারের সংযোগ হয়ে যাবে, সেটা ভাবতে পারিনি। চোখের সামনে যেন অন্ধকার হয়ে গেল সমস্ত কিছু। পরে জ্ঞান ফিরলে জানতে পারি প্রতিবেশীরা আমাকে হাসপাতালে ভর্তি করেছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *