মেট্রো কর্তৃপক্ষ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বৃহস্পতিবার ব্লু লাইনে ২৮৮টির বদলে ২৩৪টি মেট্রো চলবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন লাইন মিলিয়ে মোট ১১৭টি করে মেট্রো চলবে। দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। অন্যদিকে, দক্ষিণেশ্বরের জন্য প্রথম মেট্রো দমদম থেকে প্রতিদিনের মতোই ৬টা ৫৫ মিনিটে পাওয়া যাবে। অর্থাৎ মেট্রোর সংখ্যা কমলেও বদলাচ্ছে না প্রথম ও শেষ মেট্রোর সময়। তবে দিনের বাকি সময়ে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান বাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সাতটায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর আসার প্রথম মেট্রো পাওয়া যাবে ৬টা ৫০ মিনিটেই।
অন্যদিকে, রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ফেরার শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদম ফিরতে হলে শেষ মেট্রো মিলবে ৯টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০মিনিটে। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে নটায়। তবে ব্লু লাইন বাদে ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইনে অপরিবর্তিত থাকবে সময় সূচি।