Kolkata Metro: ইদ উপলক্ষে মেট্রোর সময়ে বদল, প্রথম ও শেষ ট্রেন কখন জেনে নিন – kolkata metro time table will be changed for eid al adha 2023 holiday


বৃহস্পতিবার পবিত্র ইদ। গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে সেজে উঠছে শহর কলকাতাও। ইদ উল আদাহ অর্থাৎ বকরি ইদ উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস, স্কুল ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান। ছুটির কারণে বৃহস্পতিবার কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

Kolkata Metro: ডালহৌসির ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিবাদীবাগ মেট্রো স্টেশন, সিদ্ধান্ত

মেট্রো কর্তৃপক্ষ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বৃহস্পতিবার ব্লু লাইনে ২৮৮টির বদলে ২৩৪টি মেট্রো চলবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন লাইন মিলিয়ে মোট ১১৭টি করে মেট্রো চলবে। দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। অন্যদিকে, দক্ষিণেশ্বরের জন্য প্রথম মেট্রো দমদম থেকে প্রতিদিনের মতোই ৬টা ৫৫ মিনিটে পাওয়া যাবে। অর্থাৎ মেট্রোর সংখ্যা কমলেও বদলাচ্ছে না প্রথম ও শেষ মেট্রোর সময়। তবে দিনের বাকি সময়ে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান বাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সাতটায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর আসার প্রথম মেট্রো পাওয়া যাবে ৬টা ৫০ মিনিটেই।

Kolkata Metro : বিবাদী বাগ মেট্রো হবে মহাকরণই, চিঠি পুরসভাকে

অন্যদিকে, রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ফেরার শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদম ফিরতে হলে শেষ মেট্রো মিলবে ৯টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০মিনিটে। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে নটায়। তবে ব্লু লাইন বাদে ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইনে অপরিবর্তিত থাকবে সময় সূচি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *