Kolkata Traffic Police : হেলমেট নেই, জরিমানা! এসআইকে সপাটে চড় – a young man was riding a bike without helmet si of ghola police station stopped him he slapped


এই সময়, ঘোলা: হেলমেট ছাড়াই রবিবার রাতে দাপিয়ে বাইক ছুটিয়ে আসছিলেন এক যুবক। তা দেখে সোদপুর এইচবি টাউন মোড়ের কাছে বাইক দাঁড় করান এক ঘোলা থানার এক এসআই। অভিযোগ, তাতে বেজায় খেপে এসআইয়ের উপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। গায়ে হাতও তোলেন। যুবকের সঙ্গে থাকা তরুণীও পুলিশের দিকে তেড়ে যান। পরে ঘোলা থানা থেকে চলে আসে বড় ফোর্স। গ্রেপ্তার করা হয়েছে বাইক আরোহী যুবককে।

Love Affair : পরকীয়ার জের! বিবাহিত প্রেমিকার ঘরে হাতেনাতে ধরা পড়ল যুবক, তারপর…
রবিবার রাতে সোদপুর-মধ্যমগ্রাম রোডে এইচবি টাউন মোড়ের কাছে ঘোলা থানার পুলিশ গাড়ি দাঁড় করিয়ে চেকিং করছিল। ওই সময় বিনা হেলমেটে সওয়ার এক যুবকের বাইক আটকান কর্তব্যরত এক এসআই। জরিমানা করেন। যা নিয়ে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন বাইক আরোহী অভিজিৎ দাস। অভিজিতের সঙ্গে থাকা তরুণীও চিৎকার করতে থাকেন।

Uttar Dinajpur Assault : শৌচকর্ম করতে যাওয়ার সময় অনুসরণ! শ্রমিকের মুখে কাপড় গুঁজে ধর্ষণের চেষ্টা চোপড়াতে
অভিযোগ, এই অশান্তির মাঝেই বাইক আরোহী ওই যুবক এসআইকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তাঁর উপর চড়াও হন। যুবকের রণংদেহি মূর্তি দেখে পিছু হটেন এসআই। তিনি উল্টো দিকের লেনে ছুট লাগান। তাতে অবশ্য ঝামেলা মেটেনি। এসআইয়ের পিছু নেন ওই যুবক। সঙ্গী হন তরুণীও। উল্টো পারে এসে এসআইকে চড়-থাপ্পড় মারেন অভিজিৎ।

Dating Sites : ডেটিং অ্যাপ-ম্যাট্রিমনি সাইটে বিস্তৃত জাল! শহরজুড়ে ধরপাকড়
এমনকী ধাক্কা মেরে ফেলেও দেন। এসআইয়ের উর্দি ছিঁড়ে যায়। অভিজিতের সঙ্গী তরুণীও এসআইয়ের উপর হাত চালান। ততক্ষণে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ওই এসআই। শেষে স্থানীয়রা এসে ঘোলা থানার এসআইকে ওই যুবকের মারের হাত থেকে বাঁচান। তাঁকে রাস্তার ধারের একটি ফ্ল্যাট চত্বরে ঢুকিয়ে দেওয়া হয়। বাকিরা ওই যুবককে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়েন।

Kolkata Traffic Police : বিনা হেলমেটে পুলিশকর্মী, জরিমানা শিপিং অফিসারকে
গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সিসিটিভির সেই ফুটেজ ভাইরালও হয়েছে। যেখানে পুলিশকে মারধরের ছবি ধরা পড়েছে। খবর পেয়ে ঘোলা থানার পুলিশও বড় ফোর্স নিয়ে ততক্ষণে চলে আসেছে। এইচবি টাউন মোড় থেকেই অভিযুক্ত অভিজিৎ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার অভিজিৎকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *