OTT platform: দেখানো যাবে না ‘অশ্লীল’ বিষয়বস্তু! এই OTT প্ল্যাটফর্মকে কড়া নির্দেশ সরকারের


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লকডাউনের সময় থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে একাধিক ওটিটি প্ল্যাটফর্মগুলি৷ কিন্তু সেখানে ‘অশ্লীল’ ছবি দেখানো হচ্ছে এই অভিযোগে এবার OTT প্ল্যাটফর্ম ULLU এর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ডিজিটাল প্রকাশক বিষয়বস্তু অভিযোগ কাউন্সিল (DPCGC) এই অভিযোগ জমা পড়েছে বলে খবর। 

আরও পড়ুন, Bigg Boss OTT 2: ঘর থেকে উচ্ছেদ করা হল নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী আলিয়াকে!

প্রসঙ্গত, এই DGCGC হল- OTT প্ল্যাটফর্মগুলির জন্য একটি নিবন্ধিত স্ব-নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি এই কাউন্সিল হিন্দি-ভাষার স্ট্রিমিং পরিষেবা ULLU-এর কিছু বিষয়বস্তুতে “গুরুতর আপত্তি” প্রকাশ করেছে৷ সেই মোতাবেক কাউন্সিল ১৫  দিনের মধ্যে ওই সকল বিষয়বস্তু সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। 

ডিপিসিজিসি-তে ULLU-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে এই নির্দেশ দেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে প্ল্যাটফর্মের কিছু ওয়েব সিরিজে কেবল অশ্লীলতা এবং নগ্নতা রয়েছে। অভিযোগকারী বলেছেন যে এই ধরনের বিষয়বস্তু দেশের আইন এবং আইটি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) বিধিমালা, ২০২১, লঙ্ঘন করেছে। 

অভিযোগের পর, নিয়ন্ত্রক সংস্থা ULLU-কে এই ওয়েব সিরিজগুলিকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার জন্য বা আপত্তিকর দৃশ্যগুলিতে সম্পাদনা করার জন্য পরামর্শ জারি করেছে যাতে তারা আইটি নিয়ম মেনে চলে। নিয়ম মেনে না চললে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।

এদিকে, ULLU তার বিষয়বস্তুর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের তরফে বলা হয়েছিল যে দর্শকদের ব্যক্তিগত বিবেচনার উপর ভিত্তি করে সেই সকল বিষয়বস্তু রাখা হয়েছিল। এটি সংবিধানে অন্তর্ভুক্ত “বাক ও মত প্রকাশের স্বাধীনতা”র কথাও উল্লেখ করেছিল।

পড়ুন, Subhahsree Ganguly Pregnant: অন্তঃসত্ত্বা শুভশ্রী! দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন রাজ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *