Panchayat Election 2023 : তৃণমূলের হয়ে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী! অদ্ভুত দৃশ্য বসিরহাটে – congress candidate campaign for trinamool candidate in basirhat panchayat election23


Uttar 24 Pargana : পঞ্চায়েত ভোট যত সামনে আসছে, ততই প্রচারের তেজ বাড়াচ্ছেন সব দলের প্রার্থীরা। কিন্তু নিজে একদলের প্রার্থী হয়েও শাসক দলের প্রার্থীর প্রচারে নামছেন, একথা কি কোনোদিন শোনা গিয়েছে! ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের দৌলতে এই দৃশ্যও চাক্ষুষ করে নিলেন সাধারণ মানুষ।

দুই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী। বসিরহাট মহকুমার বসিরহাট ২ নং ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর বুথের তৃণমূলের গ্রামসভার প্রার্থী মহম্মদ আবু হানিফা ও পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বুলবুল ইসলাম।

Panchayat Vote 2023: ৪৩ বছরের মৌনব্রত, ভোট চাইতে বেরিয়ে ইশারাই সম্বল প্রার্থীর
তাঁদের সমর্থনে ভোট প্রচারে নামলেন কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী তাইজুল ইসলাম! এদিন কচুয়া বাজার থেকে টাকি রোডে মিছিল করে দুই তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে কংগ্রেস প্রার্থী একদিকে পথ চলতি মানুষ, অন্যদিকে গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে উন্নয়নের ভোট চাইলেন। তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন।

কংগ্রেস প্রার্থী তাইজুল ইসলাম বলেন, ‘গ্রামের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলের সঙ্গে প্রচার করছি। সার্বিক ভাবে যাতে উন্নয়ন হয় তার জন্য এই প্রচার করছি। আমি ভোটের প্রচার করলে ভোটের অঙ্কের কাটাকুটিতে বিরোধী শক্তি জিতে যাবে। তাতে গ্রামের উন্নয়ন থমকে যাবে। তাই আমি কংগ্রেসের প্রার্থী হয়েও তৃণমূলের হয়ে ভোট চাইতে বেরিয়েছি উন্নয়নের নিরিখে।’

Panchayat Election : দিদির কাজে অনুপ্রাণিত ‘পঞ্চকন্যা’, সুন্দরবনে একসঙ্গে প্রচারে তৃণমূলের পাঁচ মহিলা প্রার্থী
এই ব্যাপারে পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বুলবুল ইসলাম বলেন, ‘আমরা জেতার ব্যাপারে ১০০% আশাবাদী। যেভাবে উন্নয়ন হয়েছে, গ্রামের প্রতিটা মানুষের ঘরে সরকারি প্রকল্প যেভাবে পৌঁছেছে, জেতাটা শুধু সময়ের অপেক্ষা। এমনকি কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী তিনিও আমাদের হয়ে প্রচার করছেন। আমাদেরকেই ভোট দেবেন।’

কংগ্রেস প্রার্থীর এহেন প্রচারে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই বিরোধী শক্তি দুর্বল হচ্ছে? সেটাই ভাবাচ্ছে বিরোধী দলগুলিকে। যদিও এর মধ্যে মিলিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল BJP।

West Bengal Panchayat Polls : প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী! সমস্যা সমাধানের আশ্বাস
বসিরহাটের এক BJP নেতা এই বিষয়ে বলেছেন, ‘তৃণমূল ও কংগ্রেস যে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, তা এতেই পরিষ্কার হচ্ছে। আসলে এসবই হচ্ছে টাকা ভাগ বাঁটোয়ারার জন্য। BJP জিতলে এসব বন্ধ হয়ে যাবে, তাই সমস্ত BJP বিরোধী শক্তি এক হচ্ছে। খোঁজ নিলেই বেরিয়ে আসবে ওই কংগ্রেস প্রার্থী তৃণমূলের থেকে কত টাকা খেয়েছেন। BJP কে হারাতে এরা জাতীয় স্তরেও জোট করছে, আবার পঞ্চায়েত স্তরেও করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *