Panchayat Election 2023 : ‘নিজেকে বাঁচাতে ব্যস্ত! তাই উন্নয়ন চোখে পারছেন না’, অভিষেককে আক্রমণ BJP সাংসদের – ranaghat bjp mp jagannath sarkar criticized abhishek banerjee election23


West Bengal News : তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাঁছাছোলা আক্রমণের একদিনের মধ্যেই তাঁকে কার্যত তুলোধোনা করলেন রানাঘাট কেন্দ্রের BJP সাংসদ জগন্নাথ সরকার। এদিন সাংবাদিকদের সামনে অভিষেককে বেলাগাম আক্রমণ করে তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ, বেহায়া। কয়লা বালি চুরিতে নিজেকে বাঁচাতে ব্যস্ত তিনি। তাই তিনি চোখে কিছু দেখতে পারছেন না। কিন্তু কিছুতেই কোনও লাভ হবে না। শাস্তি তাঁকে পেতেই হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার বাদকুল্লায় প্রকাশ্য জনসভা থেকে BJP সাংসদকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করলেন BJP সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য, ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযানে নেমেছে।

Abhishek Banerjee : ‘আমাকে বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মন্দিরে আসতে হবে…’, মতুয়াগড়ের ঘটনায় আক্রমণ অভিষেকের
তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় প্রচার অভিযান শুরু করেছেন। মঙ্গলবার নদীয়ার হাঁসখালি ব্লকের বাদকুল্লা অনামি ক্লাবের মাঠে একটি প্রকাশ্য জনসভা করে তৃণমূল। সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি BJP সাংসদ জগন্নাথ সরকারের নাম করে বলেন, ‘চার বছর আগে রানাঘাট কেন্দ্রের মানুষ প্রায় আড়াই লাখ ভোটে জগন্নাথ সরকারকে জিতিয়েছিলেন। কিন্তু এই চার বছরে তিনি কোনও উন্নয়ন করেননি। রানাঘাটবাসীর জন্য কোনও মন্ত্রীর সঙ্গে উন্নয়ন নিয়ে কথা বলেছেন, এমন তথ্য কেউ যদি দিতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি জীবনে আর রানাঘাটে পা রাখবো না।’

Mamata Banerjee : কোচবিহার থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করছেন মমতা, মঙ্গলবার ময়দানে অভিষেকও
এদিন সেই প্রসঙ্গে BJP সাংসদ জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি অভিষেকের মত বড় বড় বাতেলা মারি না। কয়লা চুরি থেকে শুরু করে বালি চুরির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে যেতে যেতে মাথা খারাপ হয়ে গিয়েছে অভিষেকের। সেই কারণে চোখে কিছু দেখতে পারছেন না।’

রানাঘাটবাসীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ‘অভিষিকের জানা উচিত ভারতবর্ষের কোনও কৃষক রেল রাজ্যের মন্ত্রীর সঙ্গে কথা না বলে আনা যায় না। আমি রানাঘাটে কৃষক রেল চালু করেছি। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে ২০০০ লাইটের ব্যবস্থা করেছি রানাঘাট কেন্দ্রে । তার মূল্য কি কোনোদিন তৃণমূল হিসাব করে দেখেছে?’

Abhishek Banerjee : নবজোয়ারের পর প্রচারের সেকেন্ড ইনিংস! নদিয়া থেকে যাত্রা শুরু করছেন অভিষেক
অন্যদিকে তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য আমি যে গাড়ির ব্যবস্থা করেছি তা তৃণমূলের কোনও সাংসদ আজ পর্যন্ত করতে পারেননি। তৃণমূল কোনও কাজ করে না, শুধু সভাতে এসে লম্বা লম্বা ভাষণ দেয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *