Panchayat Election 2023 : নেতা গ্রেফতারের জের! পুরুলিয়াতে তৃণমূল ছেড়ে কুড়মি সমাজে যোগদান জেলা কমিটির সদস্যর – trinamool district committee member rishikesh mahato left the party and joined the kurmi samaj in purulia election23


Kurmi Protest : বেশ কয়েকমাস ধরে কুড়মি জনজাতির লাগাতার বিক্ষোভ ও আন্দোলনের জেরে চিন্তায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আগুনে ঘি পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার ওপর হামলার জেরে একের পর এক কুড়মি নেতা গ্রেফতার হওয়ায়। আর এবার সেই ঘটনাকে সামনে রেখেই পুরুলিয়াতে দল ছাড়লেন জেলা কমিটির সদস্য ঋষিকেশ মাহাতো। আদপে যিনি নিজেও একজন কুড়মি। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই কারণে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। শাসক দল ছেড়ে কুড়মি সমাজে যোগদান করেছেন তৃণমূলের জেলা কমিটির সদস্য ঋষিকেশ মাহাতো।

Kurmi Protest : তৃণমূলের ‘পথের কাটা’ কুড়মিরা! ভোটের আগেই পুরুলিয়ায় দুই আসনে জয় সমর্থিত নির্দলদের
বুধবার সকালে পুরুলিয়া শহরের বিটি সরকার রোডে কুড়মি সমাজের কার্যালয়ে পুরুলিয়া এক ব্লকের গাড়াফুসরো অঞ্চলের গোলাবেড়া গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের জেলা কমিটির সদস্য ঋষিকেশ মাহাতো কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল ছেড়ে যোগদান করলেন কুড়মি সমাজে। এদিন তাঁর হাতে কুড়মি সমাজের পতাকা তুলে দেন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। ঋষিকেশ মাহাতোর এই বিষয়ে বলেছেন, ‘কুড়মি আন্দোলনের প্রতি তৃণমূল বঞ্চনার রাজনীতি করেছে। দলের এই ভূমিকায় আমি মর্মাহত। তাই দলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল ছেড়ে কুড়মি সমাজে যোগ দিয়ে তৃণমূলকে মোক্ষম জবাব দিলাম’।

Kurmi Protest : জামিন পেলেন কুড়মি নেতা অনুপ মাহাতো, বাকি ১০ জনের জেলে হেফাজতে
শুধু তাই নয় দলের বিরুদ্ধে তাঁর স্ত্রী শিবানী মাহাতো কে পুরুলিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির পাঁচ নম্বর আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে তিনি তৃণমূলকে হারাতেই লড়াই করবেন বলে জানিয়েছেন। এদিন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, ‘ঋষিকেশ মাহাতো একজন দক্ষ সংগঠক।

Bengal Panchayat Election : ‘ঘাসফুল’ চিহ্ন না পেয়ে গোঁসা, তৃণমূলের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ নির্দল প্রার্থী
তিনি কুড়মি নীতি আদর্শ মেনে আজ কুড়মি আন্দোলনে যোগ দিলেন। তাই তাঁর স্ত্রী নির্দল প্রার্থী শিবানী মাহাতোকে নির্বাচনে কুড়মি সমাজ সমর্থন করবে’। তৃণমূলে আরও ভাঙনের জল্পনা উসকে দিয়ে তিনি বলেন, ‘তৃণমূলে এখনও অনেক কুড়মি নেতা কর্মী রয়েছেন। সবাই জানেন তৃণমূল কিভাবে কুড়মি জনজাতির এই আন্দোলনে দমনপীড়ন চালাচ্ছে। আশা করা যায় আগামী দিনে সবার চোখ খুলবে। নিজের সমাজের মানুষদের পাশে এসে দাঁড়াবেন সব মানুষ’। এদিন শুধু ঋষিকেশ মাহাতো নন, আরও বেশ কিছু তৃণমূল কর্মী কুড়মি সমাজে যোগ দিয়েছেন।

WB Panchayat Election : দেওয়াল দখলে এগিয়ে নির্দল! প্রার্থী অপছন্দ হওয়ায় তৃণমূলের একাংশের প্রচ্ছন্ন মদত? গুঞ্জন হুগলিতে
তাঁরা প্রত্যেকেই জাতিতে কুড়মি বলেই জানা গিয়েছে। আর এই ঘটনার পরেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূলের। এই বিষয়ে মুখে কিছু না বললেও জেলায় সংগঠন নিয়ে যে তৃণমূল নেতৃত্ব যথেষ্ট চিন্তিত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *