Panchayat Election 2023 : ফের দলবদলের পালা! CPIM-তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান ৫০ পরিবারের – fifty families left cpm and trinamool congress and join bjp in jalpaiguri before panchayat election23


Jalpaiguri News : BJP-তে যোগ দিলেন CPIM প্রার্থী। আর ওই প্রার্থী CPIM প্রার্থী পদ ছেড়ে BJP-তে যোগ দেওয়ায় বিপাকে পড়েছে বামেরা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাল্লা দিতে হলে BJP-তেই ভরসা, তাই বিরোধী দলে নাম লেখালেন CPIM প্রার্থী মামনি সরকার, এমনটাই জানানো হয়েছে।

জলপাইগুড়ি সদর ব্লক অন্তর্গত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ১৭/৪০ নং বুথের CPIM প্রার্থী মামনি সরকার সহ ৫০ টি পরিবার CPIM ও তৃণমূল কংগ্রেস ছেড়ে করে BJP-তে যোগদান করলেন। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে BJP-র জেলা সভাপতি বাপী গোস্বামীর হাত থেকে BJP-র পতাকা তুলে নেন মামনি সরকার।

Panchayat Election 2023 : ঘরে খাতির বাইরে লড়াই! রায়দিঘিতে BJP শ্বশুর এবং তৃণমূল জামাইয়ে জোর টক্কর
এদিন BJP-র জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ‘বিভিন্ন দল থেকে সবাই BJP-তে যোগ দিচ্ছেন। আজও CPIM প্রার্থী BJP-তে যোগ দিয়েছেন। CPIM দলে থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করা যাবে না এটা সবাই বুঝে গিয়েছেন। তৃণমূলকে হারানো যাবে না, তাই BJP-তে যোগ দিয়েছেন মামনি সরকার।’

Panchayat Election 2023 : ২ ফুলে ২ জা! চন্দ্রকোণায় জমে উঠছে নির্বাচনী লড়াই
এদিকে মামনি সরকারেরও একই দাবি CPIM-এ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা যাবে না। তাই তিনি BJP-তে যোগ দিলেন। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে না, অনেকদিন থেকে রাজনীতি করি। বামফ্রন্টের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। এখন দেখছি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বদলে CPIM ক্ষমতায় না থাকা BJP-র বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে। এতে লাভটা কি হচ্ছে! অনেক দলীয় কর্মী এই তৃণমূলের হাতে প্রাণ দিয়েছেন। কিন্তু CPIM আজ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ। বুঝতে পেরেছি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হলে BJP-ই একমাত্র রাস্তা। তাই এই দলে যোগ দিলাম।’

Dilip Ghosh : দিলীপের হাত ধরেই ‘ফুল বদল’ নারায়নগড়ে! তৃণমূল ছেড়ে BJP-তে যোগ ৫০ কর্মীর
অন্যদিকে ময়নাগুড়িতেও তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই BJP-তে যোগদান করেন। এদিন BJP-তে যোগ দিয়েছেন প্রায় শতাধিক মানুষ। ময়নাগুড়ি ব্লকের দোমহনী ২ নং গ্রাম পঞ্চায়েতের বৌলবাড়ির ১৬/৬০ নং বুথে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল ছাত্র কমিটির সভাপতি ছিলেন শ্রীবাস চন্দ।

Panchayat Election 2023 : ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার ‘ফুল বদল’ ৫০ টি পরিবারের! শোরগোল দুবরাজপুরে
দুর্নীতির বিরুদ্ধ লড়াই করতে গিয়ে তাঁদের বিরোধী তকমা দেওয়া হয়। ক্ষোভে এদিন তাঁরা BJP-তে যোগ দেন। এদিন প্রায় ২৩ টি পরিবারের শতাধিক কর্মী BJP-তে যোগদান করেন। যোগদানের পর শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন সবাই। BJP নেতা চঞ্চল সরকার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *